মুক্তির দ্বিতীয় দিন বক্স অফিসে সাড়া ফেলেছে ‘সিতারে জামিন পার’

2 months ago 7

আমির খানের সিনেমা ‘সিতারে জামিন পার’ মুক্তির প্রথমদিন (২০ জুন) বাণিজ্যিকভাবে ভালো করতে পারেনি। শনিবার (২১ জুন) তা কাটিয়ে উঠেছে সিনেমাটি। মনে করা হচ্ছে চলতি বছর এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবসা করা সিনেমা ভিকি কৌশলের ‘ছাবা’ সিনেমাকেও ছাড়িয়ে যাবে।

‘সিতারে জামিন পার’ সিনেমাটি মুক্তির প্রথমদিনে বক্স অফিস কালেকশন ছিল ১১.৫ কোটি রুপির ঘরে। যা ‘লাল সিং চাড্ডা’র থেকেও কম। এ ফলাফল কিছু হতাশ করেছিল। কম-বেশি সবাই ভেবেছিলেন আশানুরূপ ফল হয়তো করতে পারবে না আমিরের এ সিনেমা। তবে সেই ভাবনা উড়িয়ে দিয়ে পরিপূর্ণমাত্রায় নিজের দক্ষতা বুঝিয়ে দিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

‘সিতারে জামিন পার’ সিনেমাটি দ্বীতিয় দিনে মোট আয় করেছে ৪৫৫ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৬৪২ কোটি টাকারও বেশি। এ সিনেমার টিকিট বুকিং প্রায় ৮৮.৮ শতাংশ বেড়েছে। শুধু তাই নয়, অক্ষয় কুমারের সিনেমা ‘হাউজফুল ৫’র চেয়ে ৪৫ হাজার টিকিট বেশি বিক্রি হয়েছে আমিরের সিনেমার। অন্যদিকে পিছনে ফেলে দিয়েছে বক্স অফিসে অজয় দেবগণের ‘রেড ২’ সিনেমাকেও।

তবে সিনেমার বক্স অফিস সংগ্রহের দিক থেকে পিছিয়ে থাকলেও এ সিনেমার দর্শকরা বলছেন তারা নাকি এটি দেখে আনন্দ পেয়েছেন। সিনেমায় দেখা যাবে আমির খানের পাশাপাশি জেনেলিয়া দেশমুখকে। একইসঙ্গে দশজন বিশেষ চাহিদা সম্পন্ন অভিনেতা-অভিনেত্রীর এ সিনেমার হাত ধরে চলচ্চিত্র দুনিয়ায় অভিষেক ঘটেছে। আপাতত সপ্তাহ শেষে আমিরের সিনেমা বক্স অফিসে কতটা সাফল্য পায় তা দেখার জন্যই মুখিয়ে রয়েছেন চলচ্চিত্রবোদ্ধারা।

তবে সিনেমার বক্স অফিস কালেকশনের দিক থেকে প্রথমদিন যতই পিছিয়ে থাকুক না কেন ‘সিতারে জমিন পর’ দেখে দর্শক বলেছিলেন তারা এ সিনেমা দেখে বেশ আনন্দ পেয়েছেন। সিনেমায় আমির খানের পাশাপাশি রয়েছেন জেনেলিয়া দেশমুখ। এছাড়াও বাড়তি পাওনা এ সিনেমায় একইসঙ্গে দশজন বিশেষ চাহিদা সম্পন্ন অভিনেতা-অভিনেত্রীর অভিনয়। সিনেমাটির হাত ধরে তাদের চলচ্চিত্র জগতে যাত্রা শুরু হয়েছে।

এমএমএফ/এমএস

Read Entire Article