মুক্তির পর জেলগেটে ফের গ্রেফতার ফেনীর সাবেক এমপি রহিম উল্লাহ

3 months ago 6

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি রহিম উল্লাহকে জেলগেট থেকে ফের গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে কারাগার থেকে জামিনে মুক্তির পর অপর একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।

এর আগে ১২ অক্টোবর ঢাকার বাসা থেকে মো. রহিম উল্লাহকে (৬৬) গ্রেফতার করে র‍্যাব। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টমটম চালক হত্যায় তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর সবশেষ অপর আরেকটি মামলায় তাকে গ্রেফতার করা হলো।

৪ আগস্ট শহরের পুরাতন জেল রোডে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় টমটম চালক জাফর হত্যার ঘটনা করা মামলার আসামি রহিম উল্লাহ।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামান বলেন, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্যকে অপর একটি মামলায় জেলগেট থেকে পুনরায় গ্রেফতার করা হয়।

রহিম উল্লাহ ২১ বছর সৌদি আরবের জিদ্দা প্রবাসী শাখা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/এমএমস

Read Entire Article