মুক্তির প্রথম দিনই পাইরেসির কবলে শাকিবের ‘বরবাদ’ 

1 day ago 7

এবারের ঈদের বহুল আলোচিত সিনেমা শাকিব খানের ‘বরবাদ’। তাই ছবিটি নিয়ে মুক্তির পর থেকেই শাকিব ভক্তদের উল্লাস চোখে পড়ার মতো। এর মধ্যেই এলো দুঃসংবাদ। জানা গেছে প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনই পাইরেসির কবলে পড়েছে বিগ বাজেটের এ সিনেমা।

‘বরবাদ’ সিনেমার একটি পোস্টারে শাকিব খান। ছবি : সংগৃহীত

‘বরবাদ’ সিনেমার পাইরেসি নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল এর প্রযোজক শাহরিন আক্তার সুমির। তাই পাইরেসি রোধের জন্য একটি কোম্পানিকে দায়িত্বও দিয়েছিলেন তিনি। তবে সেটি আর আটকানো যায়নি। এখন সিনেমার পুরো একটি কপি টেলিগ্রামে ঘুরছে।

টেলিগ্রামে ঘুরছে বরবাদের পুরো একটি কপি। ছবি : সংগৃহীত

এ তথ্য জানার পরই রাজধানীর গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি। চলছে মামলার প্রস্তুতি। তবে কারা সিনেমাটির পাইরেসি করেছে সে বিষয়ে পরিষ্কার কিছু জানাননি প্রযোজক। 

ঈদুল ফিতরের দিন দেশের ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘বরবাদ’। এরপর থেকেই শাকিবভক্তদের মাঝে শুরু হয়ে যায় উৎসব। তবে পাইরেসির খবরটি সেই আনন্দে কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়েও রয়েছে টিম ‘বরবাদ’-এর দুশ্চিন্তা।

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। ছবি : সংগৃহীত

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। এছাড়াও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ।
 

Read Entire Article