ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও বিরোধী নেতা বেনি গ্যান্টজ গাজায় আটক জিম্মিদের মুক্তির জন্য ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। শনিবার তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি এ প্রস্তাব দেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, নেতানিয়াহুর বর্তমান জোট সরকার অতি-ডানপন্থি দলের সমর্থনের ওপর নির্ভরশীল, যারা হামাসের সঙ্গে যে কোনো চুক্তির বিরোধিতা করছে।
২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর গাজা যুদ্ধ শুরু হলে গ্যান্টজ প্রথমদিকে নেতানিয়াহুর জোটে যোগ দিয়েছিলেন। তবে এখন তিনি একটি অস্থায়ী ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন, যাতে অতি-ডানপন্থিদের পাশ কাটিয়ে জিম্মি মুক্তির চুক্তি করা সম্ভব হয়।
টেলিভিশনে দেওয়া সংবাদ সম্মেলনে গ্যান্টজ বলেন, আমি এখানে সেই সব জিম্মির পক্ষে আছি, যাদের কোনো কণ্ঠস্বর নেই। আমি এখানে সেই সব সৈন্যদের জন্য আছি, যাদের কথা এই সরকার শোনে না। আমাদের রাষ্ট্রের প্রথম কর্তব্য হলো ইহুদি ও সব নাগরিকের জীবন রক্ষা করা।
তিনি বিরোধী নেতাদের মধ্যে ইয়ার লাপিদ ও আভিগদোর লিবারম্যানকে তার প্রস্তাব বিবেচনা করার আহ্বান জানান। যদিও তারা আগে নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যোগদান করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
এদিকে ধর্মীয় শিক্ষার্থীদের সেনাবাহিনীতে ভর্তি বাধ্যতামূলক করার আইন নিয়ে দ্বন্দ্বে অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সমর্থন ঝুঁকির মুখে। ফলে সংসদের গ্রীষ্মকালীন ছুটি শেষে নেতানিয়াহুর জোট সরকার ভেঙে পড়ার সম্ভাবনাও দেখা দিয়েছে।