মুখোমুখি মোহামেডান-বসুন্ধরা কিংস

1 month ago 26

নতুন প্রতিযোগিতা চ্যালেঞ্জ কাপ দিয়ে শুক্রবার মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবল। বিশ্বের অনেক দেশেই মৌসুম শুরু হয় আগের বছরের সেরা দুই দলের একটি ম্যাচ দিয়ে। ২০২৪-২৫ মৌসুম থেকে সেই যাত্রা হচ্ছে বাংলাদেশেও। প্রথম আসরে মুখোমুখি হবে গতবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ফেডারেশন কাপ রানার্সআপ মোহামেডান।

লিগ চ্যাম্পিয়ন হিসেবে এ ম্যাচের স্বাগতিক বসুন্ধরা কিংস। তাদের মাঠ কিংস অ্যারেনায় বিকেল ৫টায় শুরু হবে এক ম্যাচের এ প্রতিযোগিতা। নির্ধারিথ ৯০ মিনিটে খেলার ফলাফল না হলে অতিরিক্ত ৩০ মিনিট খেলা হবে। সেখানেও অমিমাংসিত থাকলে থাকলে চ্যাম্পিয়ন নির্ধারণ হবে টাইব্রেকারে।

ঘরোয়া ফুটবলের এই নতুন প্রতিযোগিতার নামেও আছে নতুনত্ব। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উদিত হয়েছে স্বাধীনতার দ্বিতীয় সূর্য, জন্ম হয়েছে বাংলাদেশ ২.০-এর। সেই নামে এবার ঘরোয়া ফুটবলের নতুন প্রতিযোগিতা বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ ২০২৪-২৫। এ ম্যাচের টিকিট বিক্রি থেকে অর্জিত অর্থ দেওয়া হবে জুলাই-আগস্টে নিহত হওয়াদের স্মরণে গঠিত ফাউন্ডেশনে।

শুক্রবার এই ম্যাচ হওয়ার এক সপ্তাহ পর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ২৯ নভেম্বর শুরু হতে যাচ্ছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার এই প্রতিযোগিতা। ৩ ডিসেম্বর থেকে শুরু হবে ফেডারেশন কাপ। এবার শীর্ষ লীগে অংশ নেবে ১০ ক্লাব।

চ্যালেঞ্জ কাপ নিয়ে বৃহস্পতিবার দুই দলের কোচ ও অধিনায়ককে নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে কিংস অ্যারেনায়। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের কোচ আলফাজ আহমেদ বলেছেন, ‘নতুন ফরম্যাটে প্রথমবার খেলতে যাচ্ছি। আমরা ভালোমতো প্রস্তুতি নিয়েছি এই ম্যাচটি খেলার জন্য। আমাদের দলে কোনো ইনজুরি নেই। সবাই সুস্থ। ইনশাআল্লাহ কালকে আমরা জয়ের জন্য মাঠে নামবো।’

এক ম্যাচেই শিরোপা লড়াইয়ের কথা উল্লেখ করে আলফাজ বলেছেন, ‘এটা একটু নতুনত্ব। আমরা আসলে তাতে অভ্যস্ত না। এই বছর থেকে শুরু করলাম আগামী বছর থেকে আরও ভালোভাবে নিতে পারবো।’

লিগ নিয়ে মোহামেডানের কোচ বলেছেন, ‘প্রতিটা ক্লাবেরই চিন্তা থাকে লিগে কি করবে, সারা বছর কি করবে। আমাদেরও একেই চিন্তা। যেহেতু মোহামেডান ঐতিহ্যবাহী ক্লাব, আমরা শিরোপার জন্য লড়বো। সবগুলোর জন্যই আমরা ফাইট করব। যদি কপালে থাকে ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হবো।’

বসুন্ধরা কিংসের রোমানিয়ান কোচ ভ্যালেরিউ তিতা বলেছেন, ‘ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভুটানের এএফসি টুর্নামেন্টের পর এই ম্যাচটি খেলতে নামছি আমরা। ভুটানে ফলটা বাজে ছিল। তিন ম্যাচে, তিন হার; যেটা এই প্রথম ঘটেছে আমার কোচিং ক্যারিয়ারে। তবে আমি মনে করি সেই তিন ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। ভুটান বিপর্যয়ের পর কালকের ম্যাচের জন্য আমরা প্রস্তুতি নিতে থাকি। আশা করি কালকের ম্যাচে আমরা জিতবো। বাংলাদেশের ফুটবলে মোহামেডান অন্যতম পরাশক্তি, সেটা আমি জানি। ভুটানে আমরা গোল করার অনেক সুযোগ পেয়েছিলাম। আমরা দুটো ম্যাচ হেরেছ নিজেদের ভুলের কারণে।’

দলের আক্রমণভাগ নিয়ে কিংসের কোচ বলেছেন, ‘আমি আক্রমণভাগ নিয়ে আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচই ফাইনাল, এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা নয়। আমি অতীতে অনেক ফাইনাল ম্যাচ জিতেছি এবং হেরেছি। তাই এই ম্যাচটি নিয়ে কোনো চাপ অনুভব করছি না। আমি নিশ্চিত আগামীকাল কয়েক গোলের ব্যবধানে জিতবে বসুন্ধরা।’

আরআই/আইএইচএস/

Read Entire Article