গেল বছরের ডিসেম্বরে সমঝোতার মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সিদ্ধান্ত নিয়েছিল, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আইসিসি আয়োজিত টুর্নামেন্টে এক দেশ অন্যদেশে গিয়ে খেলবে না। অর্থাৎ হাইব্রিড মডেল অনুসরণ করে নিরপেক্ষ ভেন্যুতে খেলা হবে।
কিন্তু গেল মে মাসে যুদ্ধে জড়িয়ে পরিস্থিতি আরও জটিল করে ফেলে ভারত-পাকিস্তান। আকাশপথে দুই দেশের যুদ্ধের মধ্যে ভারতীয় সাবেক ক্রিকেটারদের কেউ কেউ আর কখনো আইসিসি টুর্নামেন্টেও পাকিস্তানের মুখোমুখি না হওয়ার কথা বলেন। যে কারণে ভবিষ্যতে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ নিয়ে শুরু হয় অনিশ্চয়তা।
অবশেষে সেই অনিশ্চয়তা দূর হয়েছে। আসন্ন নারী বিশ্বকাপে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান। ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো দিন-তারিখও জানিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ অক্টোবর নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কার কলম্বোয় ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।
বিস্তারিত আসছে...
এমএইচ/জিকেএস