মুগদায় লেক থেকে কিশোরের মরদেহ উদ্ধার

1 month ago 10

রাজধানীর মুগদায় লেক থেকে অজ্ঞাতপরিচয় (১৪) এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে মুগদা থানা পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মুগদা থানার উপ-পরিদর্শক (এস আই) বোরহান উদ্দিন জানান, বুধবার রাতে খবর পেয়ে তারা মুগদা মডেল টাউনের ই ব্লকের ২ নং রোডের লেক থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ওই কিশোরকে হত্যার পর লেকের পানিতে ফেলে দেওয়া হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি। সিআইডিকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান এই কর্মকর্তা।

কাজী আল-আমিন/ইএ/এএসএম

Read Entire Article