পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং শেখ হাসিনা হলের নামফলক ভেঙে দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ ভাঙচুর করেন।
শিক্ষার্থীরা জানান, রাত নয়টায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে লাইভে রেকর্ড বক্তব্য দেন। এই বক্তব্য শুরু হওয়ার পরপরই সারাদেশের শিক্ষার্থীদের মতো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে কিছু শিক্ষার্থী বের হয়ে প্রথমে শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভাঙেন, এরপর তারা মিছিল নিয়ে শেখ হাসিনা হলের দিকে যান। তারপর শেখ হাসিনা হলের নামফলক ভাঙেন। পরে রং দিয়ে দুই হলের নাম মুছে দেন।
শেখ মুজাহিদ হোসেন নামের এক শিক্ষার্থী বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে হাসিনা পালানোর পর থেকেই বিভিন্ন সময় অপতৎপরতার মাধ্যমে আওয়ামী লীগ ও শেখ হাসিনা নানা কূটকৌশল চালিয়ে আসছে। আমরা শক্তভাবে বলতে চাই আওয়ামী ফ্যাসিবাদী কোন ধরনের অপরাজনীতি আমরা সহ্য করব না। আজ আওয়ামী লীগ ও শেখ হাসিনার লাইভ রেকর্ডের প্রতিবাদে আমরা দুইটি হলের নামফলক মুছে দিলাম। স্বৈরাচারের ঠিকানা এই পাবিপ্রবিতে হতে দেবনা।
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সিবগাতুল্লাহ বলেন, ছাত্রজনতার অভ্যুত্থানের পর খুনি হাসিনা ও তার দল আওয়ামী লীগের বিন্দুমাত্র অনুশোচনা নেই। ভারতে বসে ফ্যাসিস্ট হাসিনার নীলনকশা এখনো থামেনি। আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। মুজিববাদ ও স্বৈরাচারের মূল উৎপাত ২৪-এর বিপ্লবীরা দেখতে চায়।
এএইচ/এএসএম