মুনতাহা ও গার্মেন্টস কর্মী হত্যায় জড়িতদের বিচারের দাবি

1 week ago 8

সিলেটে মুনতাহা আক্তার জেরিন এবং সাভারে গার্মেন্টস কর্মী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকা কলেজে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন ঢাকা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হলপাড়া ঘুরে মূল ফটকের সামনে অবস্থান নেন। এ সময় তারা ‘শ্রমিক হত্যার বিচার করো- করতে হবে, শিশু হত্যার বিচার করো, করতে হবে, মানবতা মুক্তি পাক সন্ত্রাসীরা নিপাত যাক, আমার বোন কবরে, খুনি কেন বাহিরে’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা জানান, সাভারে যখন শুনলাম এক নারীর লাশ পাওয়া গেছে তখন আমরা সবাই খোঁজ নিতে থাকি কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী কি না। যখন জানলাম মেয়েটি শিক্ষার্থী না, গার্মেন্টস কর্মী তখন আমরা সবাই চুপ হয়ে গেলাম। আসলে কী এমন বাংলাদেশ চেয়েছিলাম আমরা? যে মেয়েকে হত্যা করা হয়েছে সে তো আমাদের কারো না কারো বোন। সিলেটে কী অপরাধ করেছিল শিশু মুনতাহা? তাকে কেন মেরে ফেলা হল? আমরা জড়িত সকলকে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।

নাহিয়ান রেহমান রাহাত নামে এক শিক্ষার্থী বলেন, প্রতিদিন পত্রিকা খুললেই ধর্ষণ ও চাঁদাবাজির ঘটনা দেখি। স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়ে যে নতুন বাংলাদেশের আশা করেছিলাম সেটা কিন্তু হচ্ছে না। বিগত দিনে সাভার ও আশুলিয়ায় গার্মেন্টস কর্মীরা তাদের বকেয়া বেতনের জন্য আন্দোলন করলে দমানো হয়। আমাদের হাতে তৈরি করা সরকারকে নিয়ে প্রত্যাশা করি তারা ছাত্রবান্ধব হবে, শ্রমিকবান্ধব হবে, মানুষের কল্যাণে কাজ করবে। বিগত দিনে যেভাবে বিভিন্ন আন্দোলন দমানো হয়েছে সেটা আর চাই না। মুনতাহা ও গার্মেন্টস কর্মী হত্যার প্রতিবাদ জানাই।

Read Entire Article