মুন্সিগঞ্জে বিস্ফোরণে উড়ে গেলো শিশুর হাতের কবজি

2 weeks ago 16

মুন্সিগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুরে ময়লার ভাগাড়ে পড়ে থাকা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণে সজিব (১২) নামে এক শিশুর হাতের কবজি উড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গোপনাঙ্গসহ শরীরের বিভিন্ন অংশ। আহত শিশু নারায়ণগঞ্জ সদরের পাইকপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, রোববার (৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সজিব তার বাবা রাজু শেখ ও আরেক ভাইকে নিয়ে ময়লার ভাগাড়ে বোতল টোকাতে যায়। এসময় হঠাৎ বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ হয়।

পরে ওই শিশুকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক রুহুল আমিন জানান, বিস্ফোরণে তলপেট, পা ও দুই হাত ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুর।

ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজিব দে।

আরাফাত রায়হান সাকিব/জেডএইচ/জিকেএস

Read Entire Article