মুরগির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত, আহত ৩

2 weeks ago 15

রাজধানীর খিলক্ষেত ৩০০ ফিট এলাকায় মুরগির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মো. সাকিব (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন। এই ঘটনায় ট্রাকের তিনজন আহত হয়েছেন।

রোববার (৮ ডিসেম্বর) ভোরের দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। আহত তিনজন হলেন, মো. রিয়াজ (৩০), দিপু (২৪) ও ইমরান হোসেন(২৪)। তারা ঢামেকে চিকিৎসাধীন।

নিহত সাকিবের বাবা শরীফ মিয়া জানান, নরসিংদী থেকে ঢাকায় ট্রাকে করে মুরগি নিয়ে আসার সময় খিলক্ষেত এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে আমার ছেলে সহ চারজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুর থানায়। সাকিব একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এসআইটি/জিকেএস

Read Entire Article