মুশফিকুল ফজল আনসারির প্রসংসা করে মার্কিন কূটনীতিকের এক্স বার্তা

5 hours ago 6

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারির ভূয়োসী প্রসংসা করেছেন সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাবেক এই কূটনীতিক লিখেছেন, কেবল পেশাদার কূটনীতিকরাই রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের যোগ্য ফজল আনসারি এ ধারণা ভুল প্রমাণ করেছেন।  

বাংলাদেশি কূটনীতিককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট শেয়ার করেছেন ড্যানিলোভিচ। সেখানে মুশফিকুল ফজল আনসারিকে উদ্দেশ্য করে তিনি লেখেন, কূটনৈতিক হিসেবে আপনার যাত্রা চমকপ্রদ। 

মার্কিন কূটনীতিকের ভাষায়, প্রায়ই একটা বিশ্বাস প্রচলিত আছে, কেবল পেশাদার কূটনীতিকরাই রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের যোগ্য। কিন্তু আপনি প্রমাণ করছেন এ ধারণা সত্য নয়। কূটনৈতিক হিসেবে আপনার অভিষেক অত্যন্ত চিত্তাকর্ষক। মেক্সিকোতে আপনাকে প্রতিনিধি হিসেবে পেয়ে বাংলাদেশ ভাগ্যবান। 

আওয়ামী লীগের শাসনকালে ওয়াশিংটন ডিসিভিত্তিক সাংবাদিক হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে প্রশ্ন করার জন্য বিশেষভাবে পরিচিতি পান মুশফিকুল ফজল আনসারি। তিনি ওয়াশিংটনভিত্তিক পররাষ্ট্রনীতি ম্যাগাজিন সাউথ এশিয়া পার্সপেকটিভস (SAP)-এর নির্বাহী সম্পাদক ছিলেন। 

ফজল আনসারি জাস্টনিউজবিডি-তে সম্পাদক এবং হোয়াইট হাউসের সংবাদদাতা হিসেবে কাজ করছেন। সেখানে তিনি জাতিসংঘ, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং পেন্টাগন কভার করেছেন এবং জুলাই গণঅভ্যুত্থানে আন্তর্জাতিক সম্প্রদায়ের জনমত তৈরিতে বিশেষ ভূমিকা রাখেন। 

ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত ৯ ডিসেম্বর মুশফিক ফজল আনসারিকে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্টদূত হিসেবে ৩ বছরের জন্য নিয়োগ প্রদান করে।  
 

Read Entire Article