মুশফিকুল ফজল আনসারীর বাবার জানাজা বাদ আসর

4 months ago 18

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাবার জানাজা বাদ আসর সিলেটের শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার (৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ তথ্য জানান রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। 

পোস্টে তিনি লেখেন, আব্বার জানাজা আজ বাদ আসর সিলেটের শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আব্বার অন্তিম ইচ্ছা অনুযায়ী কেবল একটাই জানাজা সম্পন্ন করে দ্রুত আমার দাদা-দাদির কবরের পাশে শায়িত করা হবে। 

তিনি আরও লেখেন, আব্বা সব ধরনের লৌকিকতার বিপক্ষে। আমার কিংবা আমার বাবার ফটোজুড়ে দিয়ে প্রচারে লিপ্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জানাজায় শরিক হওয়ার জন্য একান্ত অনুরোধ করছি।

এর আগে, বৃহস্পতিবার (০৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটে ঢাকা সিএমএইচে ইন্তেকাল করেন মুশফিকুল ফজল আনসারীর বাবা আব্দুল মোছাউয়ীর আনসারী (৮৫)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া মরহুম আব্দুল মোছাউয়ীর আনসারী বাল্যকালে সৌদি আরবে প্রাইমারি শিক্ষা সম্পন্ন করে পরবর্তী সময়ে বোম্বেতে উচ্চশিক্ষা অর্জন করেন।

বাল‍্যকালে একটি বড় সময়ে এতদঞ্চলের ইসলামিক স্কলার ও পীরে কামেল পিতা ফজল আনসারীর সঙ্গে সৌদি আরবে অবস্থান করেন। কর্মজীবনে তিনি দেশি-বিদেশি সংস্থাসহ সৌদি হজ মন্ত্রণালয়ের অধীনে সরকারি হজ কার্যক্রমে জীবনের একটি বড় অংশ অতিবাহিত করেন।

Read Entire Article