মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালীর গুচ্ছ কবিতা

2 months ago 9

আগুনের শেকড়

ছাই-রঙা
পাহাড়ের বুকে
লাল ক্ষরণ—

শূন্যে দোলে
ছিন্ন শেকড়,
মাটি হাহাকারে
আগুন ছুঁয়ে
ঝরে পড়ে
হাড়ের স্রোত।

আঁধার কেটে
জ্বলে ওঠে
রক্তাক্ত সূর্য!

****

সিলিকন মেঘের সুর

ঠোঁটে
ভাঙা শব্দ—
সুরমার কোডে
ভাসে অক্ষর...

কুয়াশার আঙুলে
জালের মন্ত্র—
ডাহুকের সিগনাল
মরমি বাউল...

প্রিন্টহীন ডেটা-স্রোত
মেঘে লুকানো
গান!

****

উৎসর্গিত প্রাণ

ঘুমিয়ে গেল
কাদা মাটিতে—

রক্ত ছুঁয়ে
পবিত্র ধূলি,

বিসর্জনের
গোপন শিখা—

উষ্ণ স্রোত
জেগে ওঠে
শিরা-শিরা...

****

অনুভবের জোছনা

জীবন—
ছেঁড়া মেঘে
রঙিন চিঠি

কাপের ধোঁয়ায়
ভাসে সুখ
পাতা কাঁপে,
বাতাস হাসে

ল্যাম্পপোস্টে
ঝরে জোছনার ছায়া
শহুরে কোলাহলে
পিঁপড়ার গান

অজানা হাওয়ায়
মুছে যায় দুঃখ...

বুঝে নয়
অনুভবে বাঁচে
নিখুঁত জ্যোৎস্না!

এসইউ/জিকেএস

Read Entire Article