মুহূর্তের ব্যবধানেই ভেস্তে গেল বন্দরে ডাকাতির পরিকল্পনা

6 hours ago 3

ভোরের অন্ধকারে বন্দরের পানামা টার্মিনালের সামনে জড়ো হয়েছিল চারজন। পরিকল্পনা ছিল বড় ধরনের ডাকাতির। তবে মুহূর্তের ব্যবধানেই হাতকড়া পরিয়ে দেয় পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশ হানা দেয় সেখানে। হঠাৎ করে অভিযানে পড়ায় দিশাহারা হয়ে পড়ে তারা। শেষ পর্যন্ত সবাইকেই আটক করা সম্ভব হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বলেন কালবেলাকে বলেন, খবর পাই একটি চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করে। তবে কাউকেই ছাড় দেওয়া হয়নি।

গ্রেপ্তার চারজন হলেন- নোয়াখালীর সেনবাগ উপজেলার মো. আবুল খায়ের (৪৫), হাতিয়ার সাগরিয়া এলাকার মো. আমির হোসেন মিঠু (২৩), সীতাকুণ্ডের মহাদেবপুর গ্রামের পিয়াল দাশ ওরফে বাপ্পু (১৮) এবং ভোলার দৌলতখাঁনের মো. আলাউদ্দিন ওরফে আলো (২৯)।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতির প্রস্তুতিসংক্রান্ত মামলা রয়েছে। আদালতের মাধ্যমে বুধবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
 

Read Entire Article