শীত প্রায় চলেই এসেছে। অনেকেই এখন গরম কাপড় কিনছেন। নামিদামি পোশাক ব্র্যান্ডগুলোতে এখন মূল্যছাড়ের প্রতিযোগিতা চলছে। কোথাও ২০ শতাংশ, কোথাও আবার ৩০-৫০ শতাংশ।
মূল্যছাড় দেখে অনেকেই নির্দিষ্ট ব্র্যান্ডের আউটলেটে ঢুঁ মারছেন। পছন্দের শীত পোশাকটিও কিনছেন দেদারছে। তবে মূল্যছাড়ে শীত পোশাক কেনার সময় সেটি কতটা মানসম্পন্ন তা কি দেখে বা বুঝে কিনছেন?
বাহারি সব শীত পোশাকের মধ্যে জ্যাকেট ও সোয়েটারের চাহিদাই সবচেয়ে বেশি। মূল্যছাড়ে কিনুন কিংবা লেটেস্ট কালেকশন থেকে কিনুন, অবশ্যই শীত পোশাক কেনার সময় বুঝেশুনে কিনুন। এগুলো কিন্তু একদিন পরার মতো কাপড় নয়।
তাই দেখে শুনে বিবেচনা করে তবেই কিনুন শীতের পোশাক। কারণ আরামদায়ক ও ভালো মানের জ্যাকেট বা সোয়েটার কিনতে হলে কয়েকটি বিষয় দেখে নেওয়া জরুরি-
কাপড়ের মান
জ্যাকেট কিনুন কিংবা সোয়েটার, এর কাপড় ও উপাদান সম্পর্কে প্রথমে জানুন। কারণ বিভিন্ন ধরনের জ্যাকেট হয়- শেরপা জ্যাকেট হোক কিংবা ডেনিম বা লেদারের কোনটি আপনার জন্য ভালো হবে তা আগে যাচাই করুন।
ঠিক একইভাবে সোয়েটারের কাপড় ও উপাদানের উপরই এর মান নির্ভর করে। এক্ষেত্রে বাজারে উলের সোয়েটার, কাশ্মিরী সোয়েটার (এক ধরনের কাশ্মীরী ছাগলের লোম থেকে তৈরি হয়), সুতির অর্থাৎ কটন সোয়েটার, পলিয়েস্টারসহ নানা ধরনের সোয়েটার পাওয়া যায়। কেনার সময় তা ভালো করে যাচাই করে নিতে হবে।
আরও পড়ুন
সাইজ
জ্যাকেট বা সোয়েটার কেনার সময় সাইজ অবশ্যই মেপে নিন। অনেকে তাড়াহুড়োতে ট্রায়াল না দিয়েই পোশাক কেনেন। পরবর্তী সময়ে বাড়ি ফিরে ট্রায়াল দিতে গিয়ে বিপাকে পড়েন।
তাই জ্যাকেট বা সোয়েটার যা ই কিনুন না কেন, কেনার আগে অবশ্যই চেস্ট সাইজ, ওভার-অল লেংথ ও স্লিভ লেন্থ দেখে নিন। কিছু সোয়েটারের ক্ষেত্রে ধোয়ার পর উল, সুতো, পশম সঙ্কুচিত বা প্রসারিত হতে পারে। তাই বিষয়টিও মাথায় রাখুন।
ধরন
আপনি যে শীত পোশাকটি কিনছেন সেটির ধরন কেমন, তা আগে বুঝে নিন। সব ধরনের শীত পোশাক কিন্তু আপনার জন্য মানানসই নাও হতে পারে। তাই নিজের ব্যক্তিত্ব বজায় রাখতে এমন জ্যাকেট বা সোয়েটার বেছে নিন, যা আপনাকে আরও স্মার্ট লুক দেবে।
কোনো সোয়েটার একদম ফরমাল আবার কোনোটি থাকে ক্যাজুয়াল। এক্ষেত্রে বাজারে ক্রিউ নেক, রাউন্ড নেক, ওয়াইডার নেক, ভি নেক, টার্টল নেক, রোল নেক কলার, নচ নেক, হাফ জিপ, ফুল জিপ, হাফ বাটন, ফুল বাটন, বাটন ডাউনসহ একাধিক স্টাইলের সোয়েটার থাকে। নিজের পছন্দ অনুযায়ী সোয়েটারটি বুঝে শুনে কিনুন।
রং বিবেচনা করুন
জ্যাকেট বা সোয়েটার কেনার সময় এর রঙের দিকেও খেয়াল রাখুন। এক্ষেত্রে বিভিন্ন শেডের ফাউন্ডেশনাল কালারের দিকে নজর দিন। যেমন- সাধারণত ব্লু, গ্রিন, ওটমিল, গ্রে, ব্রাউন বা হোয়াইট অর্থাৎ সলিড রঙের জ্যাকেট বা সোয়েটার নির্বাচন করা উচিত। তবে রং নির্বাচনের সময় ত্বক ও চুলের রং দেখে নিন। কারণ সব রং সবার ত্বকের সঙ্গে মানায় না।
দাম
সবশেষে খেয়াল রাখুন সোয়েটারে দামের বিষয়ে। মনে রাখবেন, ভালো মানের সোয়েটার কিনতে হলে একটু বেশি দর দিয়েই কিনতে হবে। কারণ সস্তায় নিম্নমানের সোয়েটার কেনার থেকে একটু দাম দিয়ে ভালো মানের জ্যাকেট বা সোয়েটার কেনা শ্রেয়।
তাই মূল্যছাড় দেখলেই না বুঝেশুনে শীত পোশাক কিনবেন না। তার চেয়ে আপনার পছন্দ অনুযায়ী আগে বাজার যাচাই করুন, তারপর রঙে-মানে মিলে গেলে তবে শীত পোশাকটি কিনুন।
জেএমএস/এমএস