মৃত্যুদণ্ডাদেশের ২১ বছর পর আসামি গ্রেপ্তার

2 months ago 31

পিরোজপুরের মঠবাড়িয়ায় জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসমিকে ২১ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে খাগড়াছড়ির গুইমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

গ্রেপ্তার হওয়া মিরাজুল হক ওরফে আব্দুল হক (৬৫) মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী এলাকার মৃত জাবেদ আলীর পুত্র।

পুলিশ জানায়, মিরাজুল হক ওরফে আব্দুল হক গত ২০০৩ সালে মঠবাড়িয়ায় ছোট স্ত্রী ও নিজের কন্যাকে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়। আদালতে মামলা হলে আদালত তাকে দণ্ডবিধি ৩০২ ধারা এর অভিযোগ প্রমাণিত হলে তাকে মৃত্যুদণ্ডের আদেশসহ ৫০ হাজার টাকা জরিমানা করেন। মামলার খবর শুনে আসামি মিরাজুল হক ওরফে আব্দুল হক ২০০৩ সাল থেকে পর্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় আত্মগোপনে ছিল। গত ২০১৯ সাল থেকে তার নামে ওয়ারেন্ট জারি ছিল। 

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে জানান, পুলিশ অভিযান চালিয়ে জোড়া খুনের মামলায় ২১ বছরের পলাতক আসামি মিরাজুল হক ওরফে আব্দুল হককে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছে। তিনি তার পরিবার নিয়ে খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় আত্মগোপনে ছিলেন। আসামিকে খাগড়াছড়ি থেকে নিয়ে আসা হলেই তাকে আদালতে পাঠানো হবে।

Read Entire Article