মৃত্যুর ৭ বছর পর আইয়ুব বাচ্চুর গান নিয়ে জানা গেল অজানা কথা

14 hours ago 3

বাংলাদেশের কিংবদন্তি সংগীত তারকা আইয়ুব বাচ্চু। তিনি চলে গেছেন ৭ বছর আগে। কিন্তু তার সুর এখনো বেঁচে আছে সংগীতপ্রেমীদের হৃদয়ে। মৃত্যুর পরও রয়ে গেছে তার বিশাল সংগীতভাণ্ডার। এবার আইয়ুব বাচ্চুর গান নিয়ে জানা গেল অজানা কথা।

বাচ্চুর সহশিল্পী ও আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের সেক্রেটারি আবদুল্লাহ আল মাসুদ জানিয়েছেন, দুই শতাধিক অপ্রকাশিত গান রয়েছে আইয়ুব বাচ্চুর। এর মধ্যে অন্তত ২৫টি গান এখনই প্রকাশযোগ্য অবস্থায় রয়েছে।

তিনি বলেন, ‘বসের (আইয়ুব বাচ্চু) স্টুডিও ‘এবি কিচেন’-এ অসংখ্য গান তৈরি হয়েছিল। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই স্টুডিওতেই সময় কাটাতেন। এখনো তার কম্পিউটার, হার্ডড্রাইভ আর নোটবুকে এমন অনেক গান রয়েছে। সেগুলো কখনো প্রকাশ পায়নি। শুধু সময় ও পৃষ্ঠপোষকতার অপেক্ষায় আছি আমরা।’

সব অপ্রকাশিত গানের সুর করেছেন আইয়ুব বাচ্চু নিজে। সেগুলোর কথা লিখেছেন তার দীর্ঘদিনের সহযোগীরা। অনেক গানে তার কণ্ঠও রেকর্ড করা আছে। যা প্রযুক্তির মাধ্যমে সম্পূর্ণ করা সম্ভব। ফাউন্ডেশনের পরিকল্পনা অনুযায়ী, গানগুলো ধীরে ধীরে প্রকাশ করা হবে। কিছু এককভাবে, কিছু বিশেষ অ্যালবাম আকারে প্রকাশ হবে।

মাসুদ আরও বলেন, ‘এই গানগুলো শুধু সংগীত নয়, ইতিহাস। প্রতিটি গানের মধ্যে আছে বসের আবেগ, চিন্তা, ভালোবাসা ও জীবনের দর্শন। আমরা চাই, এই উত্তরাধিকার যেন ধীরে ধীরে মানুষের কাছে পৌঁছায়। যেভাবে তিনি বেঁচে থাকতেন সংগীতের ভেতর।’

আইয়ুব বাচ্চুর স্মৃতি ধরে রাখতে রাজধানীর মগবাজারে নির্মিত হতে যাচ্ছে ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম অ্যান্ড কালচারাল হাব’। সেখানে থাকবে এবি কিচেনের আদলে তৈরি স্টুডিও। সেখানে থেকেই ভবিষ্যতে প্রকাশ করা হবে অপ্রকাশিত গানগুলো।

এলআইএ/এমএম

Read Entire Article