মেক্সিকোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩, আহত ৯৮

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৮ জন। রোববার দেশটির ওয়াক্সাকা রাজ্যে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর এএফপি। মেক্সিকোর নৌবাহিনী জানায়, প্রায় ২৫০ যাত্রী বহনকারী ট্রেনটির ইঞ্জিন হঠাৎ লাইনচ্যুত হলে দুর্ঘটনাটি ঘটে। শুরুতে আহতের সংখ্যা কম বলা হলেও কয়েক ঘণ্টা পর সংশোধিত তথ্যে নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করা হয়। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম দুর্ঘটনার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নৌবাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন এবং নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। উল্লেখ্য, ট্রেনটি মেক্সিকো উপসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে চলাচল করে। এটি যাত্রী ও মালবাহী—উভয় কাজে ব্যবহৃত হয়। দক্ষিণ-পূর্ব মেক্সিকোর উন্নয়নের অংশ হিসেবে সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের সময় ২০২৩ সালে এই রেলপথ চালু করা হয়। এর আগে গত ২০ ডিসেম্বর একই রুটে একটি ট্রেনের সঙ্গ

মেক্সিকোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩, আহত ৯৮
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৮ জন। রোববার দেশটির ওয়াক্সাকা রাজ্যে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর এএফপি। মেক্সিকোর নৌবাহিনী জানায়, প্রায় ২৫০ যাত্রী বহনকারী ট্রেনটির ইঞ্জিন হঠাৎ লাইনচ্যুত হলে দুর্ঘটনাটি ঘটে। শুরুতে আহতের সংখ্যা কম বলা হলেও কয়েক ঘণ্টা পর সংশোধিত তথ্যে নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করা হয়। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম দুর্ঘটনার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নৌবাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন এবং নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। উল্লেখ্য, ট্রেনটি মেক্সিকো উপসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে চলাচল করে। এটি যাত্রী ও মালবাহী—উভয় কাজে ব্যবহৃত হয়। দক্ষিণ-পূর্ব মেক্সিকোর উন্নয়নের অংশ হিসেবে সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের সময় ২০২৩ সালে এই রেলপথ চালু করা হয়। এর আগে গত ২০ ডিসেম্বর একই রুটে একটি ট্রেনের সঙ্গে মালবাহী ট্রাকের সংঘর্ষ হলেও সে ঘটনায় কোনো প্রাণহানি হয়নি।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow