মেক্সিকোর প্রেসিডেন্টকে চুমু খাওয়ার চেষ্টা, অতঃপর...

9 hours ago 6

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেছেন এক ব্যক্তি। দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এই ঘটনা ঘটেছে। পরে দেশটির পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত মঙ্গলবার প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে তিনি সমর্থকদের সঙ্গে হাত মেলান এবং ছবি তোলেন।

এ সময় এক ব্যক্তি প্রেসিডেন্ট ক্লাউদিয়ার কাছে এসে কাঁধে হাত রাখেন এবং অন্য হাতে কোমর ও বুক স্পর্শ করে তার গলায় চুমু খাওয়ার চেষ্টা করেন।

পরে প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর এক সদস্য দ্রুত এগিয়ে এসে ওই ব্যক্তিকে সরিয়ে দেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তি মদ্যপ ছিলেন। এই ঘটনার পরও প্রেসিডেন্ট শেইনবাউম শান্ত থেকে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। একই সঙ্গে ওই ব্যক্তির সঙ্গেও ছবি তুলতে রাজি হন তিনি। সেখান থেকে বিদায় নেওয়ার সময় ওই ব্যক্তির পিঠে হাত রাখেন প্রেসিডেন্ট।

 

Read Entire Article