মেঘনা নদী‌তে ট্রলার ডুবে ৮ জে‌লে নি‌খোঁজ, জীবিত উদ্ধার ৫

1 month ago 19

ভোলায় ‌মেঘনা নদী‌তে এক‌টি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘ‌টে‌ছে। এতে পাঁচ জে‌লেকে জী‌বিত উদ্ধার গেলেও নি‌খোঁজ র‌য়ে‌ছেন আট জে‌লে।

শুক্রবার (২ আগস্ট) দিনগত রা‌তে ‌ভোলার চরফ‌্যাশন উপ‌জেলার ঢালচর ইউনিয়‌নের শিবচর নামক এলাকার মেঘনা নদী‌তে এ দুর্ঘটনা ঘ‌টে।

নি‌খোঁজ জে‌লেরা হ‌লেন, নুর আলম (৩০), কবির (৩২), শাহে আলম মোল্লা (৫০), মো. বেল্লাল (৫০), ছাদেক মাল (৬০), সবুজ (৪০), হোসেন মাঝি ( ৫০) ও জাহাঙ্গীর মিস্ত্রি (৪৫)। উদ্ধার পাঁচ জেলে হলেন- মো. দুলাল মাঝি ( ৪০), নাজিম (৪৪), সুমন (৩৮), শাহিন (২৫) ও মনির (৩৩)।

উদ্ধার হওয়া ও নিখোঁজ জে‌লে‌দের সবার বা‌ড়ি ভোলার চরফ‌্যাশন উপ‌জেলার আহ‌ম্মেদপুর ইউনিয়‌নের সুকনা খাল এলাকায় ব‌লে জানা গে‌ছে।

চরফ‌্যাশন উপ‌জেলা মৎস‌্য কর্মকর্তা মারুফ হো‌সেন মিনার রাতেই এ তথ্য তথ‌্য নি‌শ্চিত ক‌রে জাগো নিউজকে জানিয়েছেন, শুক্রবার সকা‌লে স্থানীয় রু‌বেল চৌ‌কিদা‌রের ট্রলার নি‌য়ে দুলাল মা‌ঝির নেতৃ‌ত্বে ১৩ জন জে‌লে মেঘনা নদী‌তে মাছ ধরতে যান। রা‌তে নদীর স্রো‌তের মু‌খে প‌রে ট্রলার‌টি ডু‌বে যায়।

এসময় চিৎকার শুনে আশপাশের জেলেরা এগিয়ে এসে পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করেন। তবে আটজন জেলে নিখোঁজ হয়ে যান।

জু‌য়েল সাহা বিকাশ/এমকেআর

Read Entire Article