মেঘনায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ

4 hours ago 5

ভোলার মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এতে মো. দুলাল মাঝি (৪০) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল মৎস্যঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুলাল মাঝি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোলার খাল এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় জেলে ও নিখোঁজের পরিবার জানান, বিকেলের দিকে দুলাল মাঝি ভোলার খাল মৎস্য ঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি নৌকা নিয়ে মাছ শিকারে নামেন। সন্ধ্যার একটু পর তিনি নৌকা নিয়ে তীরে ফিরছিলেন। ওই সময় অন্ধকার নদীতে একটি বাল্কহেড তার নৌকাকে ধাক্কা দিলে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।

ভোলার ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. শাহীন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমাদের নৌ পুলিশসহ কোস্টগার্ড সদস্যরা নিখোঁজ জেলের উদ্ধার কাজ করছে। এছাড়াও ওই বাল্কহেডটিও আটকের চেষ্টা চলছে।

জুয়েল সাহা বিকাশ/এফএ/এমএস

Read Entire Article