লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে চিংড়ি শিকারিদের বিরুদ্ধে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে চিংড়ির পাশাপাশি নানা জাতরে মাছের পোনা নিধন হচ্ছে। ফলে নদীতে মাছের আকাল দেখা দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় জেলে ও বাসিন্দারা।
স্থানীয়রা জানান, রাতের আঁধারে উপজেলার সাহেবের হাট ইউনিয়নের জাজিরা এলাকায় একটি চক্র নদীর পানিতে বিষপ্রয়োগ করে চিংড়ি মাছ শিকার করছেন।
স্থানীয় বাসিন্দা নোমান ও রাসেল বলেন, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে অপরিচিত কয়েকজন লোক জাজিরা এলাকায় এসে নদীতে বিষপ্রয়োগ করে। এতে চিংড়ি পানির ওপরে চলে আসে। একইসঙ্গে বিষপ্রয়োগের কারণে অন্যান্য ছোট প্রজাতির মাছ মারা যায়।
স্থানীয় জেলে রহিম মনির বলেন, বিষপ্রয়োগ করলে চিংড়ি উপরে উঠে এলেও অন্যান্য মাছের পোনা মারা যায়। এভাবে নদীর মৎস্য সম্পদ বিনষ্ট হয়। আমাদের জালে মাছ ধরা পড়ে না। বিষ প্রয়োগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।
মো. শরীফ নামে আরেক জেলে বলেন, যে এলাকায় বিষ প্রয়োগ করা হয়, ওইসব এলাকায় আগামীতেও অন্য কোনো মাছের দেখা মিলবে না। নদীর পানিতে বিষ ছড়িয়ে গেলে চিংড়ির পাশাপাশি অন্যান্য জাতের পোনা মাছও নিধন হয়।
এ বিষয়ে কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, বিষপ্রয়োগে মাছ শিকার অপরাধ। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।