মেঘনায় মালবাহী ট্রলারডুবি

2 months ago 14
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এমভি প্রাহিম নামে রড সিমেন্টবোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ২টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজারের পূর্ব দক্ষিণে চর মহিউদ্দিন মার্কেটসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।  এ সময় ট্রলারে থাকা লোকজনকে উদ্ধার করে স্থানীয় জেলেরা। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।   ভুক্তভোগী তমরদ্দি বাজারের ব্যবসায়ী মো. নাজমুল আলম বলেন, সকালের দিকে বৈরী আবহাওয়ার মধ্যে রড, সিমেন্ট ও মুদিসামগ্রী নিয়ে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ হয়ে এমভি প্রাহিম নামের একটি মালবোঝাই ট্রলার হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। পথিমধ্যে ট্রলারটি উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজারের পূর্ব দক্ষিণে চর মহিউদ্দিন মার্কেট সংলগ্ন মেঘনা নদীতে পৌঁছলে প্রচণ্ড ঝড়ের মুখে পড়ে ডুবে যায়।  তিনি বলেন, ট্রলারে ২৮ টন রড, সিমেন্ট ও মুদি মালামালসহ প্রায় ৪ কোটি টাকার মালামাল ছিল। ট্রলারের মালিক পক্ষ নিষেধাজ্ঞা উপেক্ষা করে লোভ করে অতিরিক্ত ভাড়া নিতে ট্রলারটি ছেড়ে আসে। এতে মালামাল ডুবে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছে। অভিযোগের বিষয়ে জানতে ট্রলারের মালিক জাহেদ, সুনীল মেম্বারের মোবাইল ফোনে কল করা হলে সংযোগ পাওয়া যায়নি।   এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, এ ঘটনায় ভুক্তভোগী এক ব্যবসায়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  
Read Entire Article