মেট গালাতে গিয়েও রসিকতা করলেন দিলজিৎ

3 months ago 40

বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় গায়ক দিলজিৎ দোসাঞ্ঝ। তিনি বলিউডের সিনেমায় অভিনয়েও আলোচনায় এসেছেন। এবার মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে আমন্ত্রণ পেয়ে গর্বিত এ গায়ক-অভিনেতা।

বলিউড সূত্রে জানা গেছে, পপসম্রাজ্ঞী শাকিরার পাশেই নাকি আসন নির্ধারিত হয়েয়ে তার জন্য ভিআইপি আসন। এত সম্মান পেয়ে আপাতত উচ্ছ্বসিত দিলজিৎ। কিন্তু আপ্লুত গায়ক এমন সম্মানিত হয়েও মশকরা করার সুযোগ হাত ছাড়া করেননি।

দিলজিৎ দোসাঞ্ঝ সব সময়ই তার রসিক মনের পরিচয় দেন। আর মেট গালা অনুষ্ঠানের জন্য নিউইয়র্কে পা রেখেও ফের রসবোধের পরিচয় দিতে তিনি ভুল করেননি। সোমবার (৫ মে) সোশ্যাল মিডিয়ায় বিশ্বমানের ফ্যাশন ইভেন্টের আমন্ত্রণপত্র হাতে একটি ছবি শেয়ার করেন দিলজিৎ।

এরপরই নিউইর্য়কের হোটেলের ঘর থেকে একটি ভিডিও পোস্ট করেন এ গায়ক-অভিনেতা। তখনো হাতে ধরা সেই আমন্ত্রণপত্র। সেখানেই মশকরা করে দিলজিতের মন্তব্য, ‘এর পর থেকে আমাকে কেউ আর বিয়ের কার্ড পাঠাবেন না, কারণ আমি মেট গালার মতো মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছি। তবে অনুষ্ঠানের রিল বানাতে পারব না। কারণ ক্যামেরা বা মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ।’

ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে এরপর ভারতীয় বিয়ের অনুষ্ঠানে সঙ্গে তুলনা করে দিলজিৎ আরও বলেন, ‘মাথাপিছু একটা প্লেট-ই বরাদ্দ। প্রতিটা প্লেটের হিসেব রাখা হচ্ছে।’ জানা গেল, দিলজিৎ পোশাকশিল্পী প্রবাল গুরুংয়ের ডিজাইন করা পোশাকে ধরা দেবেন মেট গালায়।

ভারতীয় সময় অনুযায়ী সোমবার গভীর রাতে মেট গালার অনুষ্ঠান হবে। সেখানেই অংশ নেবেন একঝাঁক ভারতীয় তারকা। সেই তালিকায় যেমন অন্তঃসত্ত্বা বলিউড নায়িকা কিয়ারা আদবানি রয়েছেন, তেমনই রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান।

 
 
 
View this post on Instagram

A post shared by DILJIT DOSANJH (@diljitdosanjh)

প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে ইতিহাস গড়েছেন এ অভিনেতা। প্রিয়াঙ্কা চোপড়াও রয়েছেন এ বিরাট আয়োজনে। বড় বড় তারকাদের মাঝে দিলজিৎ দোসাঞ্ঝের মেট গালায় অভিষেক তার ক্যারিয়ারে নতুন মাইলফলক সৃষ্টি করেছে।

এমএমএফ/জেআইএম

Read Entire Article