মেট গালায় ইতিহাস গড়লেন বলিউড বাদশা

3 months ago 48

এ যেন এক অন্যরকম শাহরুখ খান। সম্পূর্ণ কালো পোশাক, গলায় বেশ কয়েকটি হার, হাতে স্টিক নিয়ে দেখা গেলে বলিউড বাদশাকে। এমন সাজেই প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে ধরা দিলেন কিং খান। তার এ লুক দেখে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা।

মেট গালায় অংশ নিতে রোববার নিউইয়র্ক পৌঁছেছেন বাদশা। সব জল্পনার শেষে তখনই পোশাকশিল্পীর টিমের পক্ষ থেকে জানানো হয়, ‘বেঙ্গল টাইগার’সব্যসাচীর সঙ্গে জুটি বেঁধে মেট গালায় তাক লাগাবেন শাহরুখ খান। সোমবার রাতে ‘মেট গালা ২০২৫’র মঞ্চে সম্পূর্ণ কালো পোশাকে প্রকাশ্যে এলেন শাহরুখ।

শাহরুখ এ সময় পরেছিলেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি লম্বা কালো কোট। যা মেঝেতে লুটিয়ে ছিল। কালো শার্ট। গলায় ছিল ভারী ও চকমকে বেশ কয়েকটি হার। ছিল একটি ‘কে’ লেখা পেনডেন্ট। যা হিরা খচিত। হাতে ছিল বেশ কয়েকটি আংটি। এর সঙ্গে হাতে ছিল স্টিক। এটি কিং খানের এই লুককে অন্য মাত্রা দিয়েছে।

আরও পড়ুন:

মেট গালার মঞ্চে এসে পোজ দেন কিং খান। হাসি মুখে হাত নাড়েন ভক্তদের জন্য। ভোলেননি নিজের সিগনেচার পোজ দিতেও। ম্যানেজার পুজা দদলানি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শাখরুখ খানের এ মেট গালা লুক। যা দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।

 
 
 
View this post on Instagram

A post shared by Pooja Dadlani Gurnani (@poojadadlani02)

নিউইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এ ফ্যাশন আয়োজন হয়। এখানে বিশ্ববিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। এতে মূলত নারীরাই অংশ নেন। তবে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে অংশ নিয়ে শাহরুখ খান ইতিহাস সৃষ্টি করেছেন।

এমএমএফ/এমএস

Read Entire Article