মেট গালায় মাতৃত্বের সৌন্দর্য ছড়ালেন কিয়ারা

3 months ago 34

বলিউড তারকা কিয়ারা আদভানি মেট গালার লালগালিচায় প্রথমবার পা দিলেন। সেই সঙ্গে প্রকাশ্যে প্রথমবারের মতো মাতৃত্বের গর্ব তুলে ধরলেন ফ্যাশন দুনিয়ার সবচেয়ে গৌরবময় আসরে। গৌরব গুপ্তের ডিজাইন করা এক দৃষ্টিনন্দন পোশাকে তিনি হাজির হয়েছেন নিউ ইয়র্কে অনুষ্ঠিত মেট গালায়।

কিয়ারা একটি স্বর্ণের ব্রেস্টপ্লেটে মাতৃত্ব ও নারীশক্তির প্রতীক হিসেবে বিশেষ বার্তা ছড়িয়ে দিয়েছেন।

মেট গালার এবারের থিম ছিল ‘Superfine: Tailoring Black Style’। পোশাকের ড্রেস কোড ছিল ‘Tailored for You’। কিয়ারা এই থিমের সঙ্গে তার জীবনের এক গুরুত্বপূর্ণ ও রূপান্তরকারী অধ্যায়কে মিলিয়ে একটি অসাধারণ স্টেটমেন্ট দিয়েছেন।

নিজের পোশাক সম্পর্কে কিয়ারা বলেন, ‘এই সময়ে একজন শিল্পী ও হবু মা হিসেবে মেট গালায় উপস্থিত হওয়া আমার জীবনের একটি বিশেষ মুহূর্ত। আমার স্টাইলিস্ট আনাইতা যখন গৌরবের সঙ্গে যোগাযোগ করেন তখন তিনি এই পোশাকটি তৈরি করেন। এর নাম দিয়েছি আমরা ‘ব্রেভহার্টস’। এটি মাতৃত্ব এবং নারীর রূপান্তরের একটি নিঃশব্দ শ্রদ্ধাঞ্জলি।’

গৌরব গুপ্ত বরাবরই স্কাল্পচারাল ডিজাইন এবং অতীত ও ভবিষ্যতের ফিউশনকে তুলে ধরেন তার কাজের মাধ্যমে। তার ডিজাইনগুলো আন্তর্জাতিক স্তরেও ব্যাপক প্রশংসিত। বিয়ন্সে, কিম কার্দাশিয়ান, মিন্ডি ক্যালিংসহ বহু তারকা তার পোশাক পরেছেন। কিয়ারা এর আগেও তার ডিজাইন পরেছেন। কিন্তু এই মেট গালার পোশাকটিকে নিজের জীবনের সবচেয়ে সুন্দর এবং বিশেষ বলে মনে করছেন তিনি।

মেট গালায় মাতৃত্বের সৌন্দর্য ছড়ালেন কিয়ারা

কিয়ারা হলেন চতুর্থ বলিউড অভিনেত্রী যিনি মেট গালার সিঁড়িতে হাঁটলেন। এ বছর শাহরুখ খান, দিলজিৎ দোসাঞ্জ এবং প্রিয়াঙ্কা চোপরাও উপস্থিত আছেন অনুষ্ঠানে। তবে দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট এই বছর গালার লালগালিচায় অনুপস্থিত।

জানা গেছে, মেট গালার একদিন আগে কিয়ারা ও তার স্বামী সিদ্ধার্থ মালহোত্রা নিউ ইয়র্কে পৌঁছান। সিদ্ধার্থকে জিমে দেখা যায়। পরে তিনি ব্রডওয়ের জনপ্রিয় ‘ডেথ বিকামস হার : দ্য মিউজিক্যাল’ শোতে অংশ নেন তিনি। অন্যদিকে কিয়ারা তার হোটেল রুম থেকে একটি ঝলক শেয়ার করেন। সেখানে গোলাপ ফুল, একটি পোশাক আকৃতির কেক, ‘দ্য মেট গালা’ শিরোনামের বই ও চকলেট দেখা গেছে।

এই দম্পতি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাদের প্রথম সন্তানের আগমনের ঘোষণা দেন ইনস্টাগ্রামে।

এলআইএ/জেআইএম

Read Entire Article