মেট্রোরেলের যাত্রীদের মাস্ক পরার অনুরোধ

2 months ago 7

দেশে আবারও করোনাভাইরাসের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। গতকাল সারাদেশে ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ অবস্থায় করোনা সংক্রমণ প্রতিরোধে যাত্রীদের মাস্ক পরার অনুরোধ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

গতকাল সোমবার (৯ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানায় ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

এর আগে, ঈদুল আজহার ছুটির পর রাজধানীমুখী যাত্রীদের জন্য রেলপথ মন্ত্রণালয়ও মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশে করোনা সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার পরামর্শ দিয়েছে।

কেএসআর/জেআইএম

Read Entire Article