মেন্টরস স্টাডি এব্রোডের আয়োজনে “স্টাডি ইন অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড : ওপেন ডে”

অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে মেন্টরস স্টাডি এব্রোড আয়োজন করতে যাচ্ছে স্টাডি ইন অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ওপেন ডে।  সোমবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বনানীতে অবস্থিত মেন্টরস স্টাডি এব্রোডের ব্রাঞ্চে ওপেন ডেটি অনুষ্ঠিত হবে। উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের হাজারো শিক্ষার্থীর মাঝে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বরাবরই জনপ্রিয়। তবে দেশ দুটিতে এই উদ্দেশে যাওয়ার ক্ষেত্রে সঠিক তথ্য ও দিকনির্দেশনার অভাব বোধ করেন অনেকেই। তাদের সেই সমস্যার সমাধানের লক্ষ্যেই এই আয়োজন। আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামটিতে থাকছে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন সাবজেক্ট, এডমিশন এবং স্কলারশিপের ব্যাপারে যাবতীয় তথ্যগ্রহণ করবার সুযোগ। পাশাপাশি নিজেদের একাডেমিক এবং প্রফেশনাল প্রোফাইল যাচাই করিয়ে নিতে পারবেন তারা।  এ ছাড়াও মেন্টরস স্টাডি এব্রোডের এক্সপার্ট কাউন্সেলরদের সাহায্যে তারা পাবেন নিজের পছন্দের বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তির জন্য আবেদন করার সুযোগ। কেবল অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়েই নয়, ওপেন ডে’টিতে আসা আগ্রহীরা অস্ট্রেলিয়

মেন্টরস স্টাডি এব্রোডের আয়োজনে “স্টাডি ইন অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড : ওপেন ডে”

অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে মেন্টরস স্টাডি এব্রোড আয়োজন করতে যাচ্ছে স্টাডি ইন অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ওপেন ডে। 

সোমবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বনানীতে অবস্থিত মেন্টরস স্টাডি এব্রোডের ব্রাঞ্চে ওপেন ডেটি অনুষ্ঠিত হবে।

উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের হাজারো শিক্ষার্থীর মাঝে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বরাবরই জনপ্রিয়। তবে দেশ দুটিতে এই উদ্দেশে যাওয়ার ক্ষেত্রে সঠিক তথ্য ও দিকনির্দেশনার অভাব বোধ করেন অনেকেই। তাদের সেই সমস্যার সমাধানের লক্ষ্যেই এই আয়োজন।

আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামটিতে থাকছে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন সাবজেক্ট, এডমিশন এবং স্কলারশিপের ব্যাপারে যাবতীয় তথ্যগ্রহণ করবার সুযোগ। পাশাপাশি নিজেদের একাডেমিক এবং প্রফেশনাল প্রোফাইল যাচাই করিয়ে নিতে পারবেন তারা। 

এ ছাড়াও মেন্টরস স্টাডি এব্রোডের এক্সপার্ট কাউন্সেলরদের সাহায্যে তারা পাবেন নিজের পছন্দের বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তির জন্য আবেদন করার সুযোগ।

কেবল অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়েই নয়, ওপেন ডে’টিতে আসা আগ্রহীরা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে শিক্ষার্থী হিসেবে যাবার এবং থাকার ব্যাপারে বিভিন্ন প্রশ্নের উত্তর পাবেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং মেন্টরস স্টাডি এব্রোডের কাউন্সেরলরদের কাছ থেকে।

বিস্তারিত জানতে আগ্রহী শিক্ষার্থীরা জানতে কল করতে পারেন ০১৭১৩২৪৩৪১৬ অথবা ০১৭১৩২৪৩৪২০ নম্বরে।

১৯৯৬ সাল থেকে মেন্টরস দেশের হাজারো শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষা, স্ট্যান্ডার্ডাইজড টেস্টের জন্য প্রস্তুতি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিসহ বিভিন্ন সেবা প্রদানের মাধ্যমে তাদের স্বপ্ন পূরণে সহায়তা করে আসছে। বিভিন্ন বয়সের শিক্ষার্থী এবং পেশাজীবিদের জন্য মেন্টরস’ এডুকেশনে রয়েছে উপযুক্ত কোর্স।
 
২০০৮ সালে মেন্টরস স্টাডি এব্রোডের কার্যক্রম চালু করা হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড এবং মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে মোট ১৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা প্রদান করছে মেন্টরস স্টাডি এব্রোড।

ঢাকায় ৭টি ব্রাঞ্চ এবং ঢাকার বাইরে আরও ১০টি ব্রাঞ্চ নিয়ে সারা দেশে মোট ১৭টি শাখা রয়েছে মেন্টরস’-এর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow