চাঁদপুরের হাজীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাবার বিক্রির অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার বাকিলা বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, ‘মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় হক ফার্মেসির মালিককে ৫০ হাজার টাকা ও তারিখ ছাড়া খাবার তৈরির অপরাধে নিউ চিটাগং বেকারির মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
শরীফুল ইসলাম/আরএইচ/জেআইএম