মেয়ে ও স্ত্রীর পর না ফেরার দেশে পোশাক শ্রমিক সোহাগ

17 hours ago 15

সিদ্ধিরগঞ্জের চাষাড়ায় একটি টিনশেডের বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. সোহাগ (২৩) নামে আরও একজনের চিকিৎসাধীন মৃত্যু হয়েছে। এই নিয়ে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে চার জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে জাতীয় বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বেড নম্বর-১৩-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সোমবার (৩ মার্চ) ভোর রাতের দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্নে ভর্তি করা হয়েছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার একটি থেকে গ্যাস লাইন বিস্ফোরণ হয়ে দুই পরিবারের নারী শিশুসহ ৮ জন এসেছিল। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দিনগত রাত দেড়টার দিকে সোহাগের মৃত্যু হয়। তার শরীরে ৪০ শতাংশ দগ্ধ ছিল।

এই নিয়ে চারজনের মৃত্যু হলো। এর আগে তার সন্তান সুমাইয়া, তার স্ত্রী রুপালি ও অন্য পরিবারের আব্দুল মান্নানের মৃত্যু হয়। এখনো চিকিৎসাধীন রয়েছেন সাব্বির (২৭ শতাংশ দগ্ধ), নুরজাহান লাকি (২২ শতাংশ), সামিয়া (৯ শতাংশ) ও জান্নাত (৩ শতাংশ)। দগ্ধদের মধ্যে অনেকের শ্বাসনালি পুড়ে গেছে।

নিহতে বড় ভাই রুবেল জানান, আমার ছোট ভাই ও তার স্ত্রী দুজনেই পোশাক শ্রমিক ছিল। আমাদের গ্রামের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায়।

এমএসএম

Read Entire Article