মেরা পিক পর্বত অভিযানে ইবিএলের ৫ সদস্য

12 hours ago 4

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর পাঁচ সদস্যের একটি দল ‘বিয়ন্ড লিমিটস: ইবিএল কনকারিং মেরা পিক’ শীর্ষক ব্যাংকের উদ্যোগের আওতায় নেপালের মেরা পিক অভিযানে অংশ নিচ্ছে। 

শনিবার (৫ এপ্রিল) ইবিএলের এ দলটি ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দেবে।

অভিযান দলের প্রতি শুভেচ্ছা জানিয়ে ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার বলেন, ‘ইবিএলে আমরা শুধু ব্যাংকিংয়ে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সীমা অতিক্রমে বিশ্বাস করি। এই অভিযান আমাদের কর্মীদের সাহস, নিষ্ঠা ও দুঃসাহসিক চেতনার প্রতিফলন। তাদের এই যাত্রায় আমরা অত্যন্ত গর্বিত এবং সফলতা কামনা করি।’

অভিযান দলে রয়েছেন সামজিদ আল আসাদ, মনাফ হুসাইন, সাদিক আহমেদ চৌধুরী, লিংকন রেমন্ড কস্তা এবং মো. ইমরান হোসেন—যারা সবাই উচ্চমাত্রার পর্বতারোহণের কঠিন পরিবেশ মোকাবেলায় কঠোর প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এই শৃঙ্গ জয়ের মাধ্যমে তারা সহকর্মী ও দেশব্যাপী অ্যাডভেঞ্চারপ্রেমীদের অনুপ্রাণিত করতে চান।

কর্মীদের সম্পৃক্ততা, সুস্থতা এবং ব্যতিক্রমী অভিজ্ঞতা সৃষ্টিতে অঙ্গীকারবদ্ধ ইবিএলের এই উদ্যোগ ‘বিয়ন্ড লিমিটস: ইবিএল কনকারিং মেরা পিক’ ব্যক্তিগত ও পেশাগত বিকাশের প্রতি ব্যাংকের প্রতিশ্রুতিকে তুলে ধরে। এ অভিযান ইবিএলের মূল মূল্যবোধ—নেতৃত্ব, অধ্যবসায় ও উৎকর্ষ সাধনের প্রতীক।

৬ হাজর ৪৭৬ মিটার উচ্চতার মেরা পিক পর্বতারোহীদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য, যা অভিযাত্রীদের সহনশীলতা ও দৃঢ় মনোবলের পরীক্ষা নেওয়ার দুর্লভ সুযোগ দেয়।

Read Entire Article