মেসি ছাড়া ছন্নছাড়া মায়ামি, এমএলএসে বড় হার

4 weeks ago 15
লিওনেল মেসি নেই, আর তার অনুপস্থিতিতে যেন হারিয়ে গেল ইন্টার মায়ামি। লুইস মুরিয়েলের দুর্দান্ত জোড়া গোলে অরল্যান্ডো সিটি ৪-১ ব্যবধানে উড়িয়ে দিল মায়ামিকে। রোববার রাতে এমএলএস-এর এই ম্যাচে অরল্যান্ডোর হয়ে গোল করেছেন মার্টিন ওহেদা ও মার্কো পাশালিচও। মায়ামি তারকা মেসি গত সপ্তাহে লিগস কাপের নেকাক্সার বিপক্ষে ম্যাচে চোট পান, সেই চোটের কারণেই ছিলেন সাইডলাইনে। তার অনুপস্থিতি যে কতটা ভোগালো দলকে, তা বুঝিয়ে দিল ফলাফল। ম্যাচের শুরুতেই দ্বিতীয় মিনিটে মুরিয়েলের গোলে এগিয়ে যায় অরল্যান্ডো। তবে মাত্র তিন মিনিট পরই ইয়ানিক ব্রাইট নিজের প্রথম এমএলএস গোল করে মায়ামিকে সমতায় ফেরান। প্রথমার্ধের বাকি সময় সমান তালে লড়লেও বিরতির পর শুরু হয় অরল্যান্ডোর দাপট। ৫০ মিনিটে মুরিয়েলের দ্বিতীয় গোলেই আবার লিড নেয় স্বাগতিকরা। এরপর ৫৮ মিনিটে ওহেদার দুরন্ত শটে ব্যবধান হয় ৩-১। এই মৌসুমে এ নিয়ে তার গোল অবদান দাঁড়াল ২৭-এ, যা লিগে সর্বোচ্চ। ম্যাচের শেষ দিকে (৮৮ মিনিটে) পাশালিচ গোল করে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন। অরল্যান্ডো গোলরক্ষক পেদ্রো গালেসে দারুণ ফর্মে ছিলেন; লুইস সুয়ারেজের দূরপাল্লার শট ক্রসবারের উপর দিয়ে ঠেলে দিয়ে রাখেন এক অবিশ্বাস্য সেভ। অন্যদিকে, মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারি আটটি সেভ করেও দলের ভরাডুবি ঠেকাতে পারেননি। ম্যাচ শেষে হতাশ মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন, ‘আজ কোনো অজুহাত নেই। আমরা লড়াইয়ের তীব্রতা দেখাইনি, তাই ফলও স্পষ্ট। এইভাবে খেললে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়।’ এই জয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সে চতুর্থ স্থানে উঠে এসেছে অরল্যান্ডো সিটি। অন্যদিকে, ষষ্ঠ স্থানে থাকা মায়ামির হাতে অবশ্য তিনটি ম্যাচ বেশি আছে শীর্ষ চারের তুলনায়। পরের ম্যাচে মায়ামি মুখোমুখি হবে এলএ গ্যালাক্সির, আর অরল্যান্ডো খেলবে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে।
Read Entire Article