মেসি থাকলে স্পেন আরও আধিপত্য করত : জাভি

2 weeks ago 9

বার্সেলোনা এবং আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির প্রতি তার প্রাক্তন সতীর্থ জাভির গভীর প্রশংসা বরাবরের মতোই অব্যাহত রয়েছে। সম্প্রতি, জাভি মন্তব্য করেছেন যে যদি মেসি আর্জেন্টিনার হয়ে খেলার পরিবর্তে স্পেনের জাতীয় দল বেছে নিতেন, তবে স্পেনের সোনালি যুগ আরও দাপুটে হতো।

স্পেনের সাফল্যের যুগ

২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে স্পেন ইউরো চ্যাম্পিয়নশিপ দু'বার এবং ২০১০ সালের বিশ্বকাপ জিতে ফুটবল ইতিহাসের অন্যতম সফল জাতীয় দল হয়ে ওঠে। একই সময়ে, বার্সেলোনা লা লিগা তিনবার এবং চ্যাম্পিয়ন্স লিগ দু'বার জেতে। এই সময় মেসি বার্সেলোনার হয়ে ২১১ গোল করেন এবং ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

জাভির বক্তব্য

স্প্যানিশ মিডিয়া রেলেভো-কে দেওয়া এক সাক্ষাৎকারে জাভি বলেন, ‘সম্ভবত বার্সা এবং স্পেনের মধ্যে পার্থক্য ছিল মেসি। জাতীয় দলে আমাদের লিও ছিল না। আমাদের দলগত প্রচেষ্টার উপর বেশি নির্ভর করতে হয়েছে। তবে আমরা সাফল্য অর্জন করেছি—ইউরো, বিশ্বকাপ, ইউরো। আবার বার্সেলোনাতেও আমাদের অসাধারণ প্রজন্ম ছিল যারা সবকিছু জিতেছে।’

মেসির বর্তমান অবস্থা

বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলা মেসি ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতে নিজের ক্যারিয়ারকে আরও গৌরবান্বিত করেছেন। তবে চলতি মেজর লিগ সকার (এমএলএস) মৌসুমে ইন্টার মায়ামি প্লে-অফ থেকে বাদ পড়েছে। তবুও, মেসি এই মৌসুমের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন এবং ২০২৫ সালের নতুন প্রতিযোগিতার আগে তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন।

মেসি বার্সেলোনার হয়ে যেমন সফল ছিলেন, তেমনি তাঁর প্রতিভা যদি স্পেনের জাতীয় দলে যুক্ত হতো, তবে স্পেনের ইতিহাস হয়তো আরও বর্ণময় হতো বলে মনে করেন জাভি।

Read Entire Article