মেসিকে না পারলেও রোনালদোকে ছাড়িয়ে গেছেন টেইলর সুইফট
ইনস্টাগ্রামের ইতিহাসে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে টেইলর সুইফট। এনএফএল তারকা ট্রাভিস কেলসিকে বাগদানের খবর জানিয়ে পোস্ট করে তিনি গড়লেন নতুন রেকর্ড—দ্বিতীয় দ্রুততম পোস্ট হিসেবে ১ কোটি লাইক পাওয়া। এই কীর্তিতে তিনি পিছনে ফেললেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
মঙ্গলবার পোস্ট করার মাত্র এক ঘণ্টা পাঁচ মিনিটে সুইফটের বাগদানের ছবিটি ছুঁয়ে ফেলে ১০ মিলিয়ন লাইক। রোনালদোর বিখ্যাত দাবা খেলার ছবি (লিওনেল মেসিকে নিয়ে লুই ভুইতোঁর বিজ্ঞাপন) সেই মাইলফলকে পৌঁছেছিল দুই ঘণ্টা ১০ মিনিটে। ফলে রোনালদোকে পেছনে ফেলে সুইফট এখন ইনস্টাগ্রাম ইতিহাসের দ্বিতীয় দ্রুততম তারকা।
তবে সবচেয়ে দ্রুততম রেকর্ড এখনো মেসির দখলেই। ২০২২ বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন জাদুকরের পোস্ট মাত্র ৩৯ মিনিটে ১ কোটি লাইক ছুঁয়েছিল। শুধু তাই নয়, সেই পোস্ট এখনো পর্যন্ত ইনস্টাগ্রামের সবচেয়ে বেশি লাইক পাওয়া ছবি—৭ কোটি ৪৫ লাখেরও বেশি।
রোনালদো ও মেসির প্রতিদ্বন্দ্বিতা মাঠ ছাড়িয়ে বহু আগেই চলে এসেছে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তায়। রোনালদোর দাবা খেলার ছবি লাইক কুড়িয়েছিল ৪ কোটির বেশি, আর মেসির পোস্ট থেমে নেই ৭ কোটির ঘরে। তবে এ দৌড়ে নতুন সংযোজন টেইলর সুইফট। তিনি দেখিয়ে দিলেন, সংগীত জগতের সুপারস্টাররাও সোশ্যাল মিডিয়ায় খেলাধুলার আইকনদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন।
যদিও মেসির রেকর্ড ভাঙা আপাতত সুইফট বা রোনালদোর কারও পক্ষেই সম্ভব হয়নি, তবুও এই প্রতিযোগিতা ভক্তদের মধ্যে তৈরি করেছে তুমুল আগ্রহ। একদিকে ইন্টার মায়ামির জার্সিতে মেসি নামছেন লিগস কাপ সেমিফাইনালে, অন্যদিকে আল-নাসরের হয়ে খেলতে প্রস্তুত রোনালদো। আর সুইফট? তিনি আপাতত শুধু বাগদানের খবরে নয়, ইনস্টাগ্রামের রেকর্ড বইয়েও জায়গা পাকা করে ফেলেছেন।
View this post on Instagram
A post shared by Taylor Swift (@taylorswift)