সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ফটোকার্ডকে ঘিরে বেশ কয়েকদিন ধরেই আলোচনার ঝড়। বলা হচ্ছিল, ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৩ দলের হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ১১ গোল করেছেন ফুটবল বিশ্বের সেরা লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি। সেই ম্যাচে মায়ামি ১২-০ গোলে জয় পেয়েছে বলেও দাবি করা হয়।
এমন খবর প্রকাশ করে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত-সহ বেশ কিছু ইউরোপিয়ান মিডিয়া। কিন্তু পরবর্তীতে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো নিশ্চিত করেছে, এই তথ্য পুরোটাই ভুয়া।
ও গ্লোবো তাদের প্রতিবেদনে জানায়, আটলান্টা ইউনাইটেড ও ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৩ দলের মধ্যে এমন কোনো ম্যাচ অনুষ্ঠিতই হয়নি। এটি নিছকই সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করার জন্য বানানো হয়েছে।
বিইন স্পোর্টস ও ইয়াহু স্পোর্টসও প্রথমে খবরটি প্রকাশ করলেও, পরবর্তীতে তাদের ওয়েবসাইট থেকে তা সরিয়ে নেওয়া হয়।
যদিও ১১ গোলের এই খবরটি গুজব, তবে থিয়াগো মেসি বর্তমানে ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলে খেলছেন। গত বছর নিজ শহর রোজারিওতে ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৩ দলের হয়ে একটি টুর্নামেন্টেও অংশ নিয়েছিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় তারকা ফুটবলারদের সন্তানদের ঘিরে এমন ভুয়া খবর মাঝেমধ্যেই ছড়িয়ে পড়ে। তাই এ ধরনের তথ্য যাচাই না করে বিশ্বাস না করাই ভালো!