মেসির সম্মান রক্ষার্থেই বার্সা ছাড়েন নেইমার, দাবি নেইমারের বাবার

2 weeks ago 11
ব্রাজিলিয়ান তারকা নেইমারের বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তের পেছনে মূল কারণ জানালেন তার বাবা এবং উপদেষ্টা, নেইমার সান্তোস সিনিয়র, যিনি পরিচিত ‘ও পাই’ নামে। ব্রাজিলিয়ান তারকার বাবা দাবি করেন, প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) যাওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ তার ছেলেরই ছিল এবং এর মূল কারণ ছিল লিওনেল মেসির জায়গা নিতে না চাওয়ার ইচ্ছা।  ব্রাজিলের জোটা জোটা পডকাস্টে ও পাই বলেন, ‘পিএসজিতে যাওয়া নেইমারের সিদ্ধান্ত ছিল। স্পেনে তারা (বার্সেলোনা) তাকে মেসির জায়গা নিতে চেয়েছিল। আমি চাইতাম সে কাতালোনিয়াতেই থাকুক, কিন্তু সে ক্লাবের প্রধান তারকা মেসির সম্মান রক্ষার্থে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়।’  নেইমার সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেন ৮৮ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে। তার বাবা জানান, রিয়াল মাদ্রিদে এর থেকেও তিনগুণ বেশি অফার ছিল, কিন্তু নেইমার বার্সেলোনার লুইস সুয়ারেজ ও মেসির সঙ্গে খেলার স্বপ্ন পূরণে কাতালান ক্লাবকেই বেছে নেন।  বার্সেলোনার হয়ে নেইমার ১৮৬ ম্যাচ খেলেন, ১০৫ গোল করেন এবং ৭৬টি অ্যাসিস্ট দেন। তার নেতৃত্বে বার্সেলোনা ২০১৪-১৫ মৌসুমে ট্রেবল জয় করে, যার মধ্যে ছিল চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও।  বার্সেলোনায় সফল সময় কাটানোর পর নেইমার ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দেন।  নেইমারের বাবা আরও জানান, ‘স্পেনে তখন আমরা কঠিন পরিস্থিতিতে ছিলাম। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি তাকে ধরে রাখার, কিন্তু নেইমার চেয়েছিল নতুন কিছু, নতুন অভিজ্ঞতা। সে মেসির ভূমিকা নিতে চায়নি।’  বর্তমানে নেইমার সৌদি আরবের আল-হিলাল ক্লাবে খেলছেন, যেখানে তার চুক্তি ২০২৫ সালের আগস্ট পর্যন্ত রয়েছে। তার প্যারিস সেন্ট জার্মেইনে যাত্রা এবং বার্সেলোনা থেকে প্রস্থান এখনো ফুটবল বিশ্বে আলোচনার বিষয়।
Read Entire Article