মেহেদি পরিয়ে মাসে লাখ টাকা আয় করেন মাহমুদা

1 month ago 19

বিক্রমপুরের মেয়ে মাহমুদা সুলতানা নাঈমা। শিক্ষকের অনুপ্রেরণায় হয়েছেন সফল উদ্যোক্তা। বর্তমানে মেহেদি নিয়ে কাজ করে মাসে আয় করেন প্রায় ৭০ হাজার টাকা। মাঝে মাঝে তা লাখের অংক ছাড়িয়ে যায়। মাহমুদা সুলতানা নাঈমার এগিয়ে চলা, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হয় জাগো নিউজের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সাজেদুর আবেদীন শান্ত

উদ্যোক্তা জীবনের শুরুর গল্প জানতে চাই?
মাহমুদা সুলতানা নাঈমা: নিজে সাবলম্বী হওয়ার জন্যই উদ্যোক্তা হওয়া। করোনার সময় মনে হলো ঘরে বসে থেকে যদি একটা কিছু করা যায়। সেই ভাবনা থেকেই শুরু। শাড়ি আমার খুব পছন্দের পোশাক। তাই সেটা নিয়েই শুরু করলাম কাজ। ২০২০ সালের পহেলা জুলাই থেকে আমার উদ্যোগ এর যাত্রা শুরু হয়। মাত্র ৪ হাজার ৯০০ টাকা দিয়ে শুরু করেছিলাম।

এখন নিজের বাসার একটা রুমকে বেছে নিয়েছি পণ্য রাখার জন্য। ইচ্ছা আছে খুব শিগগির একটা অফিস নিব। সেখানে একটা স্টুডিও করব। কারণ এ বছর ২০২৪ সালের ৩০ এপ্রিল থেকে আমার মেহেদি নিয়ে কাজের যাত্রা শুরু হয়। তাই একই সঙ্গে শাড়ি এবং মেহেদির স্টুডিও রাখার চেষ্টা করবো।

মেহেদি নিয়ে কেন কাজ করছেন?
মাহমুদা সুলতানা নাঈমা: মেহেদির প্রতি ভালোবাসা থেকেই মেহেদি নিয়ে কাজ করা। শুরুতে আমি চেয়েছিলাম শুধু মেহেদি আর্টিস্ট হিসেবে কাজ করব। পরে আমার ক্লায়েন্টদের কাছে আমার মেহেদির রং বেশ ভালো লাগে এবং আমার ক্লায়েন্টসদের চাহিদা থেকেই মেহেদি আর্ট এর পাশাপাশি এখন অর্গানিক মেহেদি নিয়েও কাজ করছি।

চ্যালেঞ্জ ছিল কি রকম?
মাহমুদা সুলতানা নাঈমা: খুব অল্প সময়ে আমি আমার মেহেদি আর্টের অনেক প্রশংসা পাচ্ছি। তবে এই মেহেদি শেখার পেছনে অনেক নির্ঘুম রাত জাগা অনুশীলনের গল্প আছে। নিজেকে প্রফেশনাল মেহেদি আর্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে অনেক অনেক অনুশীলন করতে হয়েছে।

অর্গানিক মেহেদি নিয়ে কাজ করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতায় পড়েছেন কি না? এগুলোয় সাইড ইফেক্ট নেই?
মাহমুদা সুলতানা নাঈমা: আমি খুব চাইতাম যে আমি যে মেহেদিটা ব্যবহার করবো সেটার টেক্সচার খুব বাটারি হবে এবং সিল্কি হবে। আর তার রংও খুব সুন্দর হবে। আর এটা যেন কারো হাতে কোনো ক্ষতি না করে। শুরুর দিকে আমি অনেক ধরনের মেহেদি পাউডার কিনে পরীক্ষা করেছি। এরপরে সবচেয়ে ভালোটা দিয়ে কাজ করছি এখন। আমার মেহেদির রঙে আমার ক্লায়েন্টসরা অনেক সন্তুষ্ট। অনেক অনেক পজেটিভ রিভিউ দিচ্ছে। কারণ আমার মেহেদিতে কোনো রকম সাইড ইফেক্ট হয়নি কখনো।

মেহেদি পরিয়ে মাসে লাখ টাকা আয় করেন মাহমুদা

পাশাপাশি আর কি নিয়ে কাজ করছেন?
মাহমুদা সুলতানা নাঈমা: এখন আমি আমার মেহেদির কাজে বেশি সময় দিচ্ছি। পাশাপাশি আমার শাড়ির বিজনেসও চলছে। সেখানে আমি অনেক ধরনের ভ্যারিয়েশন রেখেছি। শাড়ি, কাপল সেট, হিজাব, রেডিমেড ব্লাউজ ইত্যাদি।

কেন মানুষ আপনার পণ্য কিনবে?
মাহমুদা সুলতানা নাঈমা: আমি মনে করি আমার থেকে মানুষ পণ্য কেনার একমাত্র কারণ হলো আমার সততা। আর সততাই ব্যবসার মূলধন। আমি আমার জায়গা থেকে পণ্যর বিস্তারিত সম্পর্কে কোনো রকম তথ্য গোপন করি না। আমি চেষ্টা করি আসল কাঁচামাল ব্যবহার করতে এবং প্রতি ব্যাচের মেহেদি আগে নিজের উপর এপ্লাই করে তারপর সেটা ক্লায়েন্টের উপর এপ্লাই করি। কাজেই আমি আমার বিবেকের কাছে সব সময় পরিস্কার থাকি। যেটা প্রতিটা উদ্যোক্তারই করা উচিত।

আপনার অনুপ্রেরণায় কে ছিলেন?
মাহমুদা সুলতানা নাঈমা: সমাজের অনেকেই ভাবে আমি পড়ালেখা করে ‘কাপড় বেচি, মেন্দি পড়াই’। ছোট করে দেখে এটাকে। তবে অনেকে উৎসাহও দিয়ে থাকে। আমার শ্রদ্ধেয় শিক্ষক আলী আকবর খান অরুণ স্যারের উৎসাহেই সাবলম্বী হওয়ার জন্য সিদ্ধান্ত নেই। তিনি আমার অনুপ্রেরণা।

উদ্যোগ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
মাহমুদা সুলতানা নাঈমা: ইচ্ছা আছে খুব শিগগির একটা অফিস নিব এবং সেখানে একটা মেহেদি স্টুডিও করব। পাশাপাশি আমার পেজটা একটা ব্র্যান্ডে রুপান্তর করা। সারা বাংলাদেশে ছোট হলেও একটা আউটলেট থাকবে। এই লক্ষ্যেই কাজ করে যাব।

আপনিতো একজন সফল উদ্যোক্তা? তরুণ উদ্যোক্তাদের প্রতি আপনার পরামর্শ কি?
মাহমুদা সুলতানা নাঈমা: তরুণ উদ্যোক্তাদের জন্য আমার পরামর্শ হলো-বিজনেসের সবচেয়ে বড় বিনিয়োগ হলো ধৈর্য এবং প্রতিজ্ঞাবদ্ধতা। এটা মাথায় রেখেই ব্যবসা করতে হবে যে, ‘আমি কারো থেকে কোনো সাপোর্ট পাবনা। আমাকে একাই পথ চলতে হবে। মানুষ আমাকে অনেক কথা শুনাবে। কিন্তু আমার চিন্তা থাকবে যে আমি এটা করবই এবং সফল হব’। তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। আমার এখন প্রতি মাসে ৬০-৭০ হাজার টাকার আয় হচ্ছে। এছাড়াও ঈদ আসলে সেটা লাখ ছাড়িয়ে যায়।

আরও পড়ুন

কেএসকে/এমএস

Read Entire Article