মেহেদির রং গাঢ় করতে জেনে নিন ঘরোয়া টিপস

4 hours ago 3

মেয়েদের যখন একটু সাজগোজ চাই, তখন হাতের মেহেদিও চাই একদম টুকটুকে লাল। হোক তা উৎসব, বন্ধুর বিয়ে, কোনো স্পেশাল দিন বা শুধুই নিজের জন্য—মেহেদির গাঢ় রং যে সাজে এনে দেয় এক আলাদা উজ্জ্বলতা, তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন : নিজেকে আলিঙ্গন করলে কমবে উদ্বেগ

আরও পড়ুন : উপুড় হয়ে ঘুমান? জানুন এতে শরীরে কী হয়

কিন্তু অনেকেই অভিযোগ করেন, ‘মেহেদি তো লাগালাম, কিন্তু রং আসে না ঠিকমতো!’ এই সমস্যার খুব সহজ সমাধান আছে—সঠিক উপাদান ও একটু ঘরোয়া কৌশল জানলেই মেহেদির রং হবে একেবারে গাঢ় লালচে! চলুন আজ জেনে নিই কিছু ঘরোয়া টিপস।

টিউব নয়, ঘরের তৈরি মেহেদি ব্যবহার করুন

অনেকেই ভাবেন টিউব মেহেদি ছাড়া গাঢ় রং সম্ভব নয়। কিন্তু জানেন কি, বাজারের মেহেদিতে থাকে অনেক রকম ক্ষতিকর কেমিক্যাল? বিশেষ করে যেসব মেহেদি কালো হয়, সেগুলো ত্বকের জন্য আরও ক্ষতিকর হতে পারে।

তাই রঙ গাঢ় করার চেয়ে ত্বক নিরাপদ রাখা অনেক বেশি জরুরি। এক্ষেত্রে ঘরেই মেহেদি বেটে নেওয়া সবচেয়ে ভালো।

মেহেদির রং গাঢ় করার জন্য কী কী মেশাবেন?

ঘরে তৈরি মেহেদির পেস্টে নিচের উপাদানগুলো মেশালে রং হবে অনেক বেশি গাঢ় ও স্থায়ী:

- পান খাওয়ার খর – মেহেদির রঙকে গভীর করে তোলে

- চায়ের পাতা সেদ্ধ পানি – মিশিয়ে নিলে রঙটা হয় লালচে গাঢ়

- লবঙ্গ (Clove) – গরম লবঙ্গের সাথে হাত ধরলে রং হয় দারুণ

- কফি পাউডার – রঙের গভীরতা বাড়ায়

- লেবু ও চিনি – হাতে লাগানোর আগে হাত পরিষ্কার করতে এই মিশ্রণ ব্যবহার করুন

টিপস: মেহেদি লাগানোর আগে পেস্টটি অন্তত ১৫ মিনিট রেখে দিন। এতে উপাদানগুলো একসাথে ভালোভাবে মিশে যাবে।

মেহেদি লাগানোর পর যা করবেন

- মেহেদির ডিজাইন একটু মোটা করে দিন, এতে রঙটা গাঢ় হবে

- হাতে লাগিয়ে ৮ ঘণ্টা পানি থেকে দূরে থাকুন, তাই সেরা সময় হলো রাত

- মেহেদি শুকিয়ে গেলে পানি দিয়ে না ধুয়ে নিজে নিজেই ঝরতে দিন

- পরে হাতে মেখে নিন সরিষার তেল—রং থাকবে দীর্ঘস্থায়ী ও গাঢ়!

এক্সট্রা টিপস

- হাত পরিষ্কার থাকলে রং ভালো বসে

- মেহেদি দেওয়ার ১-২ দিন পর আসল গাঢ় রং আসে

- চুলা বা রুম হিটারের কাছে কিছুক্ষণ হাত ধরলেও রঙটা গাঢ় হতে পারে

আরও পড়ুন : সম্পর্ক সুন্দর রাখার ৯ সহজ উপায়

আরও পড়ুন :ঘরের মুড বদলাতে পর্দা বদলান

মেহেদির রং শুধু সৌন্দর্য নয়, এটা উৎসবের একটা বড় অনুভব। একটু যত্ন আর ঘরোয়া কৌশল মানলেই মেলে সেই কাঙ্ক্ষিত টুকটুকে লাল রং! এবার ঈদে আপনি নিজেই বানান নিজের রঙিন আনন্দ। 

Read Entire Article