মেহেরপুরে পৃথক দুই মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

2 months ago 6
মেহেরপুরে নারী ও শিশু নির্যাতন এবং হত্যার পৃথক দুই মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুই দণ্ডপ্রাপ্তকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুর ১টা ১৫ মিনিটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তৌহিদুল ইসলাম ২০১৬ সালের একটি ধর্ষণ মামলার রায় দেন। গাংনী থানায় দায়ের হওয়া ওই মামলায় মোহাম্মদপুর গ্রামের মৃত এনামুল হকের ছেলে স্বপন আলীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায়ের অংশ হিসেবে স্বপনকে ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অন্যদিকে, মাত্র ৫ মিনিট পর দুপুর ১টা ২০ মিনিটে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নাসিম রেজা ২০১৬ সালের একটি হত্যা মামলার রায় ঘোষণা করেন। ওই রায়ে গাংনীর আকুকপুর বাজার পাড়ার ইমারুল ওরফে ইমার ছেলে সেন্টুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মামলাটি গাংনী থানায় ২০১৬ সালের ২৪ ডিসেম্বর দায়ের হয় এবং বিচারকাজ চলাকালে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। রায় ঘোষণার পর আদালতের পাবলিক প্রসিকিউটররা বলেন, ‘এই রায়গুলোর মাধ্যমে আদালত আবারও প্রমাণ করেছে, অপরাধ করে কেউ পার পাবে না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’ তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের অপরাধের সংখ্যা হ্রাস পাবে এবং বিচারব্যবস্থার ওপর মানুষের আস্থা আরও দৃঢ় হবে।
Read Entire Article