মেহেরপুরে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

3 months ago 13

মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে রিতা খাতুন (৩৮) নামের এক গৃহবধূ মারা গেছেন। পৃথক স্থানে বজ্রপাত্র ফাতেমা খাতুন (৩৫) নামের অপর এক গৃহবধূ আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার রায়পুর ও সাহারবাটি গ্রামে ঘটনা দুটি ঘটে।

মৃত রিতা খাতুন রায়পুর গ্রামের কিয়াম আলীর স্ত্রী। আহত ফাতেমা খাতুন সাহারবাটি গ্রামের বেগুলের স্ত্রী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ বজ্রসহ বৃষ্টির সময় রিতা খাতুন মাঠে ধান কুড়াতে গেলে বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। একই সময়ে ফাতেমা খাতুন বাড়ির পাশে পুকুর থেকে পানি আনতে গিয়ে বজ্রাঘাতে গুরুতর আহত হন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসান বলেন, রিতা খাতুনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আহত ফাতেমা খাতুন চিকিৎসাধীন আছেন।

Read Entire Article