প্রবল বর্ষণে অচল হয়ে পড়েছে ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ের জনজীবন। শহরের অভিজাত এলাকা জুহুতেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। এখানেই বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের বাংলো ‘প্রতিক্ষা’ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। খবর এনডিটিভির।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, বাংলোর ভেতর-বাহিরে পানি ঢুকে পড়েছে। এ বাংলোতেই একসময় বাবা-মায়ের সঙ্গে থাকতেন বিগ বি। প্রায় ২০০ কোটি রুপি মূল্যের এই বাংলোটি সম্প্রতি তিনি উপহার দিয়েছেন কন্যা শ্বেতা বচ্চনকে। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি অমিতাভ বচ্চন।
এদিকে, ভারতীয় আবহাওয়া বিভাগ বুধবার মুম্বাইসহ মহারাষ্ট্রের কয়েকটি জেলায় ভারী বর্ষণ ও বজ্রপাতের সতর্কতা জারি করেছে। বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে এবং বন্যাপ্রবণ এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।