মেয়েদের বিশ্বকাপ শুরু আজ, প্রথম দিনই নামছে বাংলাদেশ

5 days ago 11

নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আজ। এবারের বিশ্বকাপের স্বাগতিক দেশ মালয়েশিয়া। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। ‘ডি’ গ্রুপে থাকা সুমাইয়া আক্তারদের প্রতিপক্ষ নেপাল। বাঙ্গিতে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।

এবারের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশগ্রহণকারী দলের সংখ্যা ১৬। টুর্নামেন্ট শুরুর আগে শুক্রবার এক ভিডিও বার্তায় বাংলাদেশ দলের অধিনায়ক সুমাইয়া বলেন, ‘আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা অনেকদিন ধরে পরিশ্রম করছি এই টুর্নামেন্ট জেতার জন্য। আমরা আমাদের সেরাটা দিতে প্রস্তুত। ভালো কিছু হবে।’

women cricket

কিছুদিন আগে মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল খেলে এসেছেন সুমাইয়ারা। যদিও ভারতের বিপক্ষে হারায় শিরোপা জেতা হয়নি তাদের। তবে বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার পর গত বিশ্বকাপের রানার্সআপ ইংল্যান্ডের মেয়েদের হারিয়েছে বাংলাদেশ। এই পারফরম্যান্স বিশ্বকাপের মূল মঞ্চে ধরে রাখতে চান মেয়েরা।

আজ বিশ্বকাপের শুরুর দিনে বাংলাদেশ-নেপাল ছাড়া আরো ৫টি ম্যাচ মাঠে গড়াবে। দিনের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল।

women cricket

এছাড়া আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড, নাইজেরিয়ার নারীরা মাঠে নামবে সামোর বিপক্ষে। পাকিস্তান খেলবে যুক্তরাষ্ট্র এবং নিউজিল্যান্ড খেলবে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বিপক্ষে।

আইএইচএস/

Read Entire Article