মেয়ের জামাইয়ের কিল-ঘুষিতে প্রাণ গেল শ্বশুরের

3 months ago 9

নারায়ণগঞ্জের বন্দরে মারধরে নাসির উদ্দিন দাদন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের মেয়ের জামাই চঞ্চল মিয়াকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২০ মে) দুপুরে বন্দর উপজেলার দক্ষিণ কলাবাগ খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত নাসির উদ্দিন দক্ষিণ কলাবাগ খালপাড় এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ও রিকশাচালক। 

স্থানীয়রা জানান, নাসির উদ্দিন দাদনের সংসারের কর্তৃত্ব ছিল দ্বিতীয় স্ত্রীর মেয়ে ঝিনুকের কাছে। এ নিয়ে প্রথম স্ত্রীর মেয়ে ও মেয়ের জামাইয়ের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়। সংসারে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগেই থাকত। এর জের ধরে আজ দুপুরে নাসির উদ্দিনের প্রথম সংসারের মেয়ে আনোয়ারা ও তার স্বামী চঞ্চল তাকে কিল-ঘুষি মারে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

নিহতের দ্বিতীয় সংসারের কন্যা ঝিনুক বলেন, সোমবার বাড়ির পাশের সড়কে থুথু ফেলাকে কেন্দ্র করে তারা আমাকে গালাগাল করে। মারধর করার হুমকি দিয়েছিল। এর জের ধরে আজ দুপুরে রেললাইন এলাকা দিয়ে রিকশা যোগে যাওয়ার সময় আমার বাবাকে মারধর করে আমার সৎ বোন ও তার জামাই। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমরা এ ঘটনার বিচার চাই।

বন্দর থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম কালবেলাকে বলেন, পারিবারিক কলহের জের ধরে মেয়ে ও মেয়ের জামাইয়ের কিল-ঘুষিতে বৃদ্ধ গুরুতর আহত হন। এতে তিনি গুরুতর আহত হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মেয়ের জামাইকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

Read Entire Article