মেয়ের সর্বনাশে দুই যুবককে সহায়তার অভিযোগ মায়ের বিরুদ্ধে

2 months ago 33

নিজে মায়ের বিরুদ্ধে মেয়েকে সর্বনাশে সহায়তার অভিযোগ উঠেছে। বলা হয়েছে, নিজের প্রেমিক ও তার সহযোগীকে নিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন। তাদের এ কাজ সহায়তা করেছেন মা। এ ঘটনায় অভিযুক্ত সকলকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (০৫ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

হরিদ্বার পুলিশ জানিয়েছে, এক প্রাক্তন বিজেপি কর্মী তার ১৩ বছর বয়সী কন্যাকে তার প্রেমিক এবং সহযোগীর দ্বারা ধর্ষণের অনুমতি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এই ঘটনায় তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পকসো আইন এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএস) বিভিন্ন ধারায় গণধর্ষণসহ অভিযোগ দায়ের করা হয়েছে।

হরিদ্বারের এসএসপি প্রমেন্দ্র দোভাল জানান, মেয়েটির মেডিকেল পরীক্ষায় ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বুধবার হরিদ্বারের একটি হোটেল থেকে ওই মহিলা এবং তার প্রেমিককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সহযোগীকে গভীর রাতে মিরাটের শাহপুর থেকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার মেয়েটি তার বাবার কাছে তার ওপর হওয়া নির্যাতনের কথা জানালে এ ঘটনা প্রকাশ্যে আসে, যার পরে তার বাবা পুলিশে অভিযোগ দায়ের করেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, ওই মহিলা পূর্বে বিজেপি মহিলা মোর্চার হরিদ্বার জেলা ইউনিটের প্রধান ছিলেন। তবে, এই মামলায় তার নাম উঠে আসার পর বিজেপি তাকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে। বিজেপি সূত্র জানায়, তিনি ২০২৪ সালের আগস্ট থেকে দলের কোনো পদে নেই।

পুলিশ জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে হরিদ্বার, আগ্রা এবং বৃন্দাবনে ওই মহিলার প্রেমিক এবং তার সহযোগীরা মেয়েটিকে একাধিকবার গণধর্ষণ করেছে। পুলিশের মতে, এই অপরাধ মেয়েটির মায়ের সম্মতিতে এবং তার উপস্থিতিতে সংঘটিত হয়েছে। অভিযুক্তরা মেয়েটির বাবাকে হত্যার হুমকি দিয়ে তাকে এই ঘটনা কাউকে না জানানোর জন্য ভয় দেখিয়েছিল।

Read Entire Article