মোংলা বন্দর কর্তৃপক্ষ-বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে সমঝোতা স্মারক সই

1 month ago 19

মোংলা বন্দরের পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সমঝোতা স্মারক সই হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, মোংলা বন্দর দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পশুর চ্যানেলে ড্রেজিং মোংলা বন্দর উন্নয়নের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে পশুর নদীতে ড্রেজিং বাস্তবায়ন করা খুবই কঠিন হয়ে পড়ে। সমস্যাটি বিবেচনায় নিয়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলের নাব্য সংরক্ষণ করার লক্ষ্যে প্রায় এক হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। 

তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মোংলা বন্দরের ব্যবহার বৃদ্ধি পাবে। ফলে বন্দরের রাজস্ব আয় বাড়বে। এ ছাড়া মোংলা বন্দরকে ব্যবসা-বাণিজ্যের একটি আঞ্চলিক হাব হিসেবে পরিণত করা সম্ভব হবে। রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য নিরবচ্ছিন্ন কয়লা পরিবহন করা যাবে। 

উল্লেখ্য, প্রকল্পটি ২০২৫ সালের ৮ জানুয়ারিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়। ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে।

Read Entire Article