মোটরসাইকেল চাপায় মা-মেয়ে নিহত

1 month ago 30

ফরিদপুরের ভাঙ্গা মোটরসাইকেলের চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা নিহত হন। এর আগে বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌর ভবনের পশ্চিম পাশে কুটিবাড়ি চরকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভাঙ্গা পৌরসভা এলাকার কুটিবাড়ি চরকান্দা গ্রামের আকরাম শেখের স্ত্রী সাজেদা বেগম (৫০) ও মেয়ে আছিয়া আক্তার (৫)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মা ও মেয়ে মনসুরাবাদ গুচ্ছগ্রামে এক আত্মীয়কে দেখতে যায়। সেখান থেকে ফেরার পথে বাড়ির সামনে মহাসড়ক পারাপার হচ্ছিলেন। মুনসুরাবাদ থেকে ভাঙ্গার উদ্দেশে একটি সুজুকি কোম্পানির মোটরসাইকেল ঘটনাস্থলে পৌঁছলে মা-মেয়েকে চাপা দিলে মা ও মেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এবং মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। মা সাজেদা বেগম রাতে মারা যান। মেয়ে বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশের উপপরিদর্শক আব্দুল্লাহেল বাকি জানান, মোটরসাইকেল চাপায় মা-মেয়ে দুজন মারা গেছেন। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করেছেন। চালক পালিয়ে গেলেও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

Read Entire Article