মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে অস্ট্রেলিয়ান নাগরিক নিহত

2 months ago 31

কক্সবাজারের মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত মোটরসাইকেল দুর্ঘটনায় এক অস্ট্রেলিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল ৫টার দিকে মেরিন ড্রাইভের বেলি হ্যাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে।

তার নাম ম্যাগ্রিন ড্যানিয়েল পল (৪৯)। তিনি অস্ট্রেলিয়ান নাগরিক। সে দেশের সাউথ সিডনির কিয়ামা অঞ্চলের অধিবাসী। চলতি মাসের ১ তারিখ তিনি বাংলাদেশে প্রবেশ করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, কক্সবাজার সদর থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে টেকনাফের দিকে যাচ্ছিলেন ম্যাগ্রিন ড্যানিয়েল পল। বেলা সাড়ে ৪টার দিকে মেরিন ড্রাইভের বেলি হ্যাচারির সামনে পৌঁছামাত্র দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

jagonews24

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএইচ/জেআইএম

Read Entire Article