মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল পুলিশের স্ত্রীর

2 months ago 82
নাটোরের সিংড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে শিউলি বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) বিকেল ৪টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।  নিহত শিউলি বেগম নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহাম্মেদপুর কায়েমকোলা গ্রামের পুলিশের সাব-ইন্সপেক্টর জোবায়ের হোসেনের স্ত্রী। নাটোর ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান কালবেলাকে জানান, বৃহস্পতিবার বিকেলে পুলিশ ইন্সপেক্টর জুবায়ের তার স্ত্রী শিউলি বেগমকে নিয়ে মোটরসাইকেলযোগে বগুড়া যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া সড়কের সিংড়া নিংগইন এলাকায় পৌঁছালে ভাঙ্গা রাস্তায় ঝাকিতে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যান শিউলি বেগম। এতে তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।  সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, বিকেলে একটি সড়ক দুর্ঘটনার কথা শুনেছি। পরে জানতে পেরেছি তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
Read Entire Article