মোটরসাইকেল শোভাযাত্রা করে পদ হারালেন বিএনপি নেতা

2 months ago 40

নোয়াখালীর সূবর্ণচরে দলীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোভাযাত্রা করায় উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন গাজীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা চিঠিতে এ কথা জানানো হয়।

জামাল উদ্দিন গাজীকে উদ্দেশ করে চিঠিতে বলা হয়, দলীয় নির্দেশনা উপেক্ষা করে মোটরসাইকেল বহর নিয়ে বিশাল শোভাযাত্রা করেছেন। যা দলের শৃঙ্খলার প্রতি চরম অবমাননা। সুতরাং শৃঙ্খলা অবমাননার দায়ে আপনাকে সূবর্ণচর উপজেলা বিএনপির সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

চিঠির কপি বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন ও মীর হেলাল উদ্দিন এবং নোয়াখালী জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকে অনুলিপি দেওয়া হয়েছে।

সূবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া চিঠির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুধু বহর নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা নয়, তার বিরুদ্ধে ৫ আগস্টের পর হামলা চালিয়ে মাছের ঘের-ঘাট দখলসহ চাঁদাবাজিরও অসংখ্য অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে জামাল উদ্দিন গাজী জাগো নিউজকে বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের বাড়ি আমার এলাকায়। তার বিরাগভাজন হওয়ায় তিনি কেন্দ্রীয় বিএনপিকে ভুল বুঝিয়ে আমাকে বহিষ্কার করিয়েছেন। আমি বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের কর্মী। তার হাতকে দুর্বল করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিনকে বারবার ফোন দিলেও তিনি কেটে দেন। পরে বিষয়টি লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও কোনো উত্তর দেননি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান জাগো নিউজকে বলেন, বহিষ্কারের বিষয়টি আমি শুনেছি। তবে আমি মনে করি এটি একটি ভুল বোঝাবুঝি। আমরা দলের হাইকমান্ডের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে পরে জানাবো।

ইকবাল হোসেন মজনু/জেডএইচ/

Read Entire Article